ETV Bharat / state

Sukanta Majumdar attacks State Government: অ্য়াডিনো হানায় শিশুমৃত্যুতে রাজ্যকে তোপ সুকান্তর

রাজ্যের অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণে শিশুমৃত্যুর ঘটনা (Adenoviruses Death Cases in West Bengal) বাড়ছে ৷ এর জন্য সরকারকেই কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks State Government) ৷

Sukanta Majumdar attacks State Government on Adenoviruses Death Cases in West Bengal
ফাইল ছবি
author img

By

Published : Mar 1, 2023, 3:44 PM IST

সুকান্ত মজুমদারের নিশানায় রাজ্য সরকার

কোচবিহার, 1 মার্চ: "নীল-সাদা ভবন তৈরি করে, কয়েকজন ডাক্তারকে এনে বসিয়ে দিলেই হাসপাতালের পরিকাঠামো তৈরি হয় না ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বোধ হয় সেটা বোঝেন না ৷ বা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন ৷" অ্য়াডিনো ভাইরাসের প্রকোপে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় (Adenoviruses Death Cases in West Bengal) এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks State Government) ৷ কোচবিহারে এসে এদিন একইসঙ্গে ডিএ বিতর্ক এবং রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মুখ খুললেন তিনি ৷

অ্যাডিনো আতঙ্ক:

এদিন এই প্রসঙ্গে সুকান্ত সরাসরি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকেই কাঠগড়ায় তোলেন ৷ তাঁর মতে, এই ধরনের ভাইরাস হানার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন ৷ সেইসঙ্গে দরকার উন্নত পরিকাঠামো ৷ কিন্তু, কলকাতার কিছু হাতে গোনা সরকারি হাসপাতাল বাদে অন্য়ান্য সরকারি হাসপাতালে সেই ব্যবস্থাপনা নেই ৷ সেই কারণেই অ্য়াডিনো ভাইরাসে এত শিশুর মৃত্যু হচ্ছে ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

ডিএ বিতর্কে ফিরহাদ হাকিমকে জবাব:

ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীদের একাংশ ৷ এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য ফিরহাদ হাকিম ৷ বুধবার সংবাদমাধ্যমে তাঁকে বলতে শোনা যায়, যাঁদের রাজ্য সরকারি ডিএ-তে আপত্তি রয়েছে, তাঁরা যেন চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থায় যোগদান করেন ! যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ৷ এই প্রসঙ্গে সুকান্ত বলেন, যাঁরা সমস্ত নিয়ম মেনে সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাঁরা তো অবশ্যই ডিএ চাইবেন ৷ রাজ্যের সরকার ডিএ দিতে পারছে না ৷ কারণ, তারা অপদার্থ ৷ তাহলে তো তাদেরই চলে যাওয়া উচিত ৷

রান্নার গ্য়াসের দামবৃদ্ধি:

মার্চের প্রথম দিনেই খারাপ খবর পেয়েছে দেশের আম আদমি ৷ রান্নার গ্য়াসে (ডোমেস্টিক) সিলিন্ডার পিছু দাম বেড়েছে 50 টাকা করে ৷ এ নিয়ে কংগ্রেস থেকে তৃণমূল, কেন্দ্রের সরকারকে বিঁধে আক্রমণ করতে কসুর করেনি কোনও পক্ষ ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্তর সাফাই, আন্তর্জাতিক বাজারে পেট্রপণ্যের দাম বাড়াতেই গ্য়াসের দাম বাড়াতে হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভারতেও গ্য়াসের দাম কমে যাবে ৷

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

সুকান্ত মজুমদারের নিশানায় রাজ্য সরকার

কোচবিহার, 1 মার্চ: "নীল-সাদা ভবন তৈরি করে, কয়েকজন ডাক্তারকে এনে বসিয়ে দিলেই হাসপাতালের পরিকাঠামো তৈরি হয় না ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বোধ হয় সেটা বোঝেন না ৷ বা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন ৷" অ্য়াডিনো ভাইরাসের প্রকোপে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় (Adenoviruses Death Cases in West Bengal) এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks State Government) ৷ কোচবিহারে এসে এদিন একইসঙ্গে ডিএ বিতর্ক এবং রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মুখ খুললেন তিনি ৷

অ্যাডিনো আতঙ্ক:

এদিন এই প্রসঙ্গে সুকান্ত সরাসরি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকেই কাঠগড়ায় তোলেন ৷ তাঁর মতে, এই ধরনের ভাইরাস হানার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন ৷ সেইসঙ্গে দরকার উন্নত পরিকাঠামো ৷ কিন্তু, কলকাতার কিছু হাতে গোনা সরকারি হাসপাতাল বাদে অন্য়ান্য সরকারি হাসপাতালে সেই ব্যবস্থাপনা নেই ৷ সেই কারণেই অ্য়াডিনো ভাইরাসে এত শিশুর মৃত্যু হচ্ছে ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

ডিএ বিতর্কে ফিরহাদ হাকিমকে জবাব:

ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীদের একাংশ ৷ এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য ফিরহাদ হাকিম ৷ বুধবার সংবাদমাধ্যমে তাঁকে বলতে শোনা যায়, যাঁদের রাজ্য সরকারি ডিএ-তে আপত্তি রয়েছে, তাঁরা যেন চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থায় যোগদান করেন ! যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ৷ এই প্রসঙ্গে সুকান্ত বলেন, যাঁরা সমস্ত নিয়ম মেনে সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাঁরা তো অবশ্যই ডিএ চাইবেন ৷ রাজ্যের সরকার ডিএ দিতে পারছে না ৷ কারণ, তারা অপদার্থ ৷ তাহলে তো তাদেরই চলে যাওয়া উচিত ৷

রান্নার গ্য়াসের দামবৃদ্ধি:

মার্চের প্রথম দিনেই খারাপ খবর পেয়েছে দেশের আম আদমি ৷ রান্নার গ্য়াসে (ডোমেস্টিক) সিলিন্ডার পিছু দাম বেড়েছে 50 টাকা করে ৷ এ নিয়ে কংগ্রেস থেকে তৃণমূল, কেন্দ্রের সরকারকে বিঁধে আক্রমণ করতে কসুর করেনি কোনও পক্ষ ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্তর সাফাই, আন্তর্জাতিক বাজারে পেট্রপণ্যের দাম বাড়াতেই গ্য়াসের দাম বাড়াতে হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভারতেও গ্য়াসের দাম কমে যাবে ৷

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.