ETV Bharat / state

চাকরির নিয়োগপত্র হাতে পেল শীতলকুচিতে নিহত পাঁচজনের পরিবার - শীতলকুচিতে পাঁচ নিহতের পরিবারের হাতে নিয়োগপত্র রাজ্যের

চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে মৃত্যু হয় মোট পাঁচজনের ৷ সেই পাঁচজনের পরিবারের একজন করে সদস্যকে বুধবার স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার ৷ এদিন কোচবিহারের ল্যান্সডাউন হলে তাঁদের হাতে এই নিয়েগপত্র তুলে দেন জেলাশাসক পবন কাদিয়ান ৷

শীতলকুচিতে পাঁচ নিহতের পরিবারের হাতে নিয়োগপত্র
শীতলকুচিতে পাঁচ নিহতের পরিবারের হাতে নিয়োগপত্র
author img

By

Published : May 12, 2021, 10:50 PM IST

কোচবিহার, 12 মে : শীতলকুচিতে পাঁচ নিহতের পরিবারের একজন করে সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করবে রাজ্য সরকার ৷ বুধবার তাঁদের এই নিয়োগপত্র দেওয়া হয় ৷

গত 10 এপ্রিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ভোটের দিনে গুলিকাণ্ডে মৃত্যু হয় মোট পাঁচজনের । শীতলকুচির পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মণ নামে এক যুবকের । এরপর একই দিনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোরপাটকি এলাকায় বুথকেন্দ্রে উত্তেজনা ছড়ালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজন ব্যক্তির । ভোটের দিনে এমন ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয় । ভোটের দিনে কান্নায় ভারী হয়ে যায় শীতলকুচির বাতাস । স্বজনহারা সেই পরিবারগুলির একজন করে সদস্যকে বুধবার রাজ্য সরকারের তরফে দেওয়া হল হোমগার্ডের নিয়োগপত্র ।

এদিন কোচবিহার ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাশাসক পবন কাদিয়ান এই পাঁচটি পরিবারের একজন করে সদস্যের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন ৷ এদিন প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ৷ পার্থপ্রতিম জানান, মুখ্যমন্ত্রীর তরফে জেলা প্রশাসন শীতলকুচির পাঁচটি পরিবারের একজন করে সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন ৷

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে সফর বিধি বিরোধী, ধনকড়কে কড়া চিঠি মমতার

কোচবিহার, 12 মে : শীতলকুচিতে পাঁচ নিহতের পরিবারের একজন করে সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করবে রাজ্য সরকার ৷ বুধবার তাঁদের এই নিয়োগপত্র দেওয়া হয় ৷

গত 10 এপ্রিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ভোটের দিনে গুলিকাণ্ডে মৃত্যু হয় মোট পাঁচজনের । শীতলকুচির পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মণ নামে এক যুবকের । এরপর একই দিনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোরপাটকি এলাকায় বুথকেন্দ্রে উত্তেজনা ছড়ালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজন ব্যক্তির । ভোটের দিনে এমন ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয় । ভোটের দিনে কান্নায় ভারী হয়ে যায় শীতলকুচির বাতাস । স্বজনহারা সেই পরিবারগুলির একজন করে সদস্যকে বুধবার রাজ্য সরকারের তরফে দেওয়া হল হোমগার্ডের নিয়োগপত্র ।

এদিন কোচবিহার ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাশাসক পবন কাদিয়ান এই পাঁচটি পরিবারের একজন করে সদস্যের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন ৷ এদিন প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ৷ পার্থপ্রতিম জানান, মুখ্যমন্ত্রীর তরফে জেলা প্রশাসন শীতলকুচির পাঁচটি পরিবারের একজন করে সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন ৷

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে সফর বিধি বিরোধী, ধনকড়কে কড়া চিঠি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.