কোচবিহার, 26 জানুয়ারি : রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন ৷ যে অনুষ্ঠানে অসম ও বাংলাদেশের শিল্পীরাও অংশ নেবেন । আজ এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামী ৪-৭ ফেব্রুয়ারি কোচবিহারের গোসাইহাট হাইস্কুলে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সেই প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ প্রশাসনের কর্তারা।
আরও পড়ুন : পর্যটক টানতে কোচবিহার শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা প্রশাসনের
অনগ্রসর কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের 32 টি ব্লকের চারজন করে ভাওয়াইয়া শিল্পী অংশ নেবেন। দরিয়া ও চটকা বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘‘অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 12 টি সাব কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের দিনগুলোতে সন্ধ্যা 6টা পর্যন্ত ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান হবে।’’