ETV Bharat / state

এক মাসের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না : সৌমিত্র

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জলপাইগুড়িতে এসে জানান, ‘‘তৃণমূল কংগ্রেসে কে ছিল, কে আছেন । সৌরভদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন । তৃণমূল কংগ্রেস কেউ থাকবে না ।’’ আগামী একমাসের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না বলেও কটাক্ষ করলেন তিনি ৷

author img

By

Published : Nov 29, 2020, 9:53 AM IST

সৌমিত্র খাঁ
সৌমিত্র খাঁ

জলপাইগুড়ি, 29 নভেম্বর : জলপাইগুড়িতে দাঁড়িয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসকে একহাতে নিলেন BJP নেতা সৌমিত্র খাঁ৷ তিনি কটাক্ষ চকরে বলেন, ‘‘আগামী একমাসের মধ্যেই তৃণমূল দলটা আর থাকবে না । সৌরভ চক্রবর্তীও লাইনে আছে । যখন তখন ঝাঁপ দেবেন । আপনারা দেখতে পাবেন রাজ্যপাল হয়ত হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ডেকে বসবে আর বলবে তোমার 149 সংখ্যাটা দেখান । এখন এই সম্ভাবনার দিকে এগোচ্ছে রাজ্য ৷ ’’

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জলপাইগুড়িতে এসে জানান, ‘‘তৃণমূল কংগ্রেসে কে ছিল, কে আছেন । তৃণমূল কংগ্রেস কেউ থাকবে না ।’’ আগামী একমাসের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না বলেও কটাক্ষ করলেন তিনি ৷ ‘‘তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীও লাইনে আছেন ৷ অনেকেই লাইন দিয়ে আছেন । তাঁরা অস্তিত্ব রক্ষার্থে ঝাঁপ দিতে পারেন BJP-তে ৷ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যেকজন নেতৃত্বকে নিয়ে দলটা তৈরি হয়েছিল তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় , মুকুল রায়, শুভেন্দু অধিকারী ছিলেন । মুকুল রায় BJP-তে চলে এসেছেন । তিনি এখন আমাদের নেতা । শুভেন্দু অধিকারীও হয়ত কয়েকদিনের মধ্যেই চলে আসবেন ৷’’ সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব, রবি ঘোষ, সৌরভ চক্রবর্তীরাও BJP তে যোগ দিতে পারেন বলে তিনি জানান ৷

তৃণমূল দলটাই থাকবে না : সৌমিত্র খাঁ

জলপাইগুড়িতে তিনি আরও বলেন, ‘‘এটা বলতে পারি যোগাযোগ অনেকেই সঙ্গেই রয়েছে । আপনারা দেখতে পাবেন রাজ্যপাল হয়ত হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ডেকে বসবে আর বলবে তোমার 149 সংখ্যাটা দেখাও । এটাই সম্ভাবনার দিকে এগোচ্ছে । যারা কয়লা চুরি করে বালি পাচার করে । একজন ভাইপো তৈরি হয়েছে, যে পশ্চিমবাংলার মানুষকে ভাইপো বানাচ্ছে ।’’

এদিকে সৌমিত্র খাঁ এমন কথার উত্তরে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন দিদির সঙ্গে আছি দিদির সঙ্গেই থাকব ৷ এর বেশি কিছু বলব না ।’’

জলপাইগুড়ি, 29 নভেম্বর : জলপাইগুড়িতে দাঁড়িয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসকে একহাতে নিলেন BJP নেতা সৌমিত্র খাঁ৷ তিনি কটাক্ষ চকরে বলেন, ‘‘আগামী একমাসের মধ্যেই তৃণমূল দলটা আর থাকবে না । সৌরভ চক্রবর্তীও লাইনে আছে । যখন তখন ঝাঁপ দেবেন । আপনারা দেখতে পাবেন রাজ্যপাল হয়ত হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ডেকে বসবে আর বলবে তোমার 149 সংখ্যাটা দেখান । এখন এই সম্ভাবনার দিকে এগোচ্ছে রাজ্য ৷ ’’

BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জলপাইগুড়িতে এসে জানান, ‘‘তৃণমূল কংগ্রেসে কে ছিল, কে আছেন । তৃণমূল কংগ্রেস কেউ থাকবে না ।’’ আগামী একমাসের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না বলেও কটাক্ষ করলেন তিনি ৷ ‘‘তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীও লাইনে আছেন ৷ অনেকেই লাইন দিয়ে আছেন । তাঁরা অস্তিত্ব রক্ষার্থে ঝাঁপ দিতে পারেন BJP-তে ৷ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যেকজন নেতৃত্বকে নিয়ে দলটা তৈরি হয়েছিল তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় , মুকুল রায়, শুভেন্দু অধিকারী ছিলেন । মুকুল রায় BJP-তে চলে এসেছেন । তিনি এখন আমাদের নেতা । শুভেন্দু অধিকারীও হয়ত কয়েকদিনের মধ্যেই চলে আসবেন ৷’’ সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব, রবি ঘোষ, সৌরভ চক্রবর্তীরাও BJP তে যোগ দিতে পারেন বলে তিনি জানান ৷

তৃণমূল দলটাই থাকবে না : সৌমিত্র খাঁ

জলপাইগুড়িতে তিনি আরও বলেন, ‘‘এটা বলতে পারি যোগাযোগ অনেকেই সঙ্গেই রয়েছে । আপনারা দেখতে পাবেন রাজ্যপাল হয়ত হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ডেকে বসবে আর বলবে তোমার 149 সংখ্যাটা দেখাও । এটাই সম্ভাবনার দিকে এগোচ্ছে । যারা কয়লা চুরি করে বালি পাচার করে । একজন ভাইপো তৈরি হয়েছে, যে পশ্চিমবাংলার মানুষকে ভাইপো বানাচ্ছে ।’’

এদিকে সৌমিত্র খাঁ এমন কথার উত্তরে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন দিদির সঙ্গে আছি দিদির সঙ্গেই থাকব ৷ এর বেশি কিছু বলব না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.