ETV Bharat / state

Son Killed Father: স্ত্রী-র সঙ্গে সম্পর্ক ! সন্দেহের বশে বাবাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে - Son Killed Father

শুধুমাত্র সন্দেহের বশে বাবাকে খুন করল ছেলে(Son Killed Father)৷ স্ত্রী-র সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ভেবে এই দুর্ঘটনা ঘটায় ছেলে ৷

Etv Bharat
কোচবিহারে বাবাকে খুন ছেলের
author img

By

Published : Dec 4, 2022, 1:57 PM IST

শীতলকুচি, 4 ডিসেম্বর: বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে(Son Accused of Murdering Father on Suspicion of Having an Affair with his Wife)। কোচবিহারের শীতলকুচির জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । রবিবার সকালে বাড়ি থেকে ব্যক্তির দেহ উদ্ধারের পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷

দেহ দেখে স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷ বাবার মৃত্যু গলায় দড়ি দিয়ে আত্মহত্যার জেরে হয়েছে বললেও তা যে ছেলেরই কাজ সেই অভিযোগ করেন প্রতিবেশীরা ৷ ঘরের সিলিংয়ে দড়ি ঝোলানো থাকলেও মৃত ব্যক্তির গলায় দাগ ছিল না । তবে চোখে মুখে আঘাতের ছাপ স্পষ্ট ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা থানার আইসি ভাস্কর প্রধান ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত ছেলে ও বৌমাকে আটক করে মাথাভাঙা থানার পুলিশ । ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি পাওয়া গিয়েছে ৷ তা দিয়েই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মৃতের পুত্রবধূর বক্তব্য

আরও পড়ুন : গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

যদিও খুনের অভিযোগ স্বীকার করে নেন মৃতের বৌমা সুজাতা মণ্ডল । তাঁর কথায়, "শ্বশুরের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছে ভেবে সন্দেহ করত তার স্বামী । এই বিষয়ে শনিবার গ্রামে শালিশি সভাও হয় । তারপর এদিন রাতেই এই দুর্ঘটনা ঘটে ৷"

এই বিষয়ে এক প্রতিবেশী জানান, নিত্যদিন অশান্তি লেগেই থাকত ছেলের সঙ্গে বাবার ৷ তাঁর বৌয়ের সঙ্গে সম্পর্ক আছে এই ভেবে বাবাকে সন্দেহ করত ছেলে ৷ এই নিয়েই ঝামেলা হত প্রতিদিন ৷ তারপর এদিন রাতে ছেলেই খুন করে ওই ব্যক্তিকে ৷

আরও পড়ুন : কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে

শীতলকুচি, 4 ডিসেম্বর: বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে(Son Accused of Murdering Father on Suspicion of Having an Affair with his Wife)। কোচবিহারের শীতলকুচির জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । রবিবার সকালে বাড়ি থেকে ব্যক্তির দেহ উদ্ধারের পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷

দেহ দেখে স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷ বাবার মৃত্যু গলায় দড়ি দিয়ে আত্মহত্যার জেরে হয়েছে বললেও তা যে ছেলেরই কাজ সেই অভিযোগ করেন প্রতিবেশীরা ৷ ঘরের সিলিংয়ে দড়ি ঝোলানো থাকলেও মৃত ব্যক্তির গলায় দাগ ছিল না । তবে চোখে মুখে আঘাতের ছাপ স্পষ্ট ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা থানার আইসি ভাস্কর প্রধান ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত ছেলে ও বৌমাকে আটক করে মাথাভাঙা থানার পুলিশ । ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি পাওয়া গিয়েছে ৷ তা দিয়েই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মৃতের পুত্রবধূর বক্তব্য

আরও পড়ুন : গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

যদিও খুনের অভিযোগ স্বীকার করে নেন মৃতের বৌমা সুজাতা মণ্ডল । তাঁর কথায়, "শ্বশুরের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছে ভেবে সন্দেহ করত তার স্বামী । এই বিষয়ে শনিবার গ্রামে শালিশি সভাও হয় । তারপর এদিন রাতেই এই দুর্ঘটনা ঘটে ৷"

এই বিষয়ে এক প্রতিবেশী জানান, নিত্যদিন অশান্তি লেগেই থাকত ছেলের সঙ্গে বাবার ৷ তাঁর বৌয়ের সঙ্গে সম্পর্ক আছে এই ভেবে বাবাকে সন্দেহ করত ছেলে ৷ এই নিয়েই ঝামেলা হত প্রতিদিন ৷ তারপর এদিন রাতে ছেলেই খুন করে ওই ব্যক্তিকে ৷

আরও পড়ুন : কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.