ETV Bharat / state

জলমগ্ন কোচবিহারের 18টি গ্রাম, বন্যার কবলে প্রায় 30,000 - heavy rain in coochbehar

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের তুফানগঞ্জ-1 নম্বর ব্লকের 14টি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 4টি গ্রাম ৷ জলবন্দী প্রায় 30 হাজারেরও বেশি মানুষ । প্রশাসনের তরফে ২৮টি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 24, 2019, 11:05 PM IST

Updated : Jul 24, 2019, 11:49 PM IST

কোচবিহার, 24 জুলাই : কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বেশ কয়েকটি জায়গা ৷ ইতিমধ্যেই রায়ডাক, সংকোষ ও কালজানি নদীর জল ঢুকে তুফানগঞ্জ-1 নম্বর ব্লকের 14টি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 4টি গ্রাম প্লাবিত ৷ জলবন্দী প্রায় 30 হাজারেরও বেশি মানুষ । প্রশাসনের তরফে ত্রাণ শিবিরগুলিতে লোকজন সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে ।

image
নৌকোয় বওয়া হচ্ছে মালপত্র

লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । এর জেরে রায়ডাকে লাল সর্তকতা জারি করা হয়েছে । মানসাই নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা । প্রশাসনের তরফে ২৮টি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ত্রাণ শিবিরগুলিতে 8 হাজারের বেশি মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি জলস্তর বেড়েছে তোর্ষাতেও । কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে জল ঢুকে গেছে । যদিও কয়েকটি এলাকায় পর্যাপ্ত ত্রাণ না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, "আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ।"

কোচবিহার, 24 জুলাই : কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বেশ কয়েকটি জায়গা ৷ ইতিমধ্যেই রায়ডাক, সংকোষ ও কালজানি নদীর জল ঢুকে তুফানগঞ্জ-1 নম্বর ব্লকের 14টি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 4টি গ্রাম প্লাবিত ৷ জলবন্দী প্রায় 30 হাজারেরও বেশি মানুষ । প্রশাসনের তরফে ত্রাণ শিবিরগুলিতে লোকজন সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে ।

image
নৌকোয় বওয়া হচ্ছে মালপত্র

লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । এর জেরে রায়ডাকে লাল সর্তকতা জারি করা হয়েছে । মানসাই নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা । প্রশাসনের তরফে ২৮টি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ত্রাণ শিবিরগুলিতে 8 হাজারের বেশি মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি জলস্তর বেড়েছে তোর্ষাতেও । কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে জল ঢুকে গেছে । যদিও কয়েকটি এলাকায় পর্যাপ্ত ত্রাণ না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, "আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ।"

Intro:কোচবিহার: গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে কোচবিহার জেলার বিভিন্ন নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোচবিহার এর বিভিন্ন এলাকায়। সবচেয়ে খারাপ অবস্থা তুফানগঞ্জের। ইতিমধ্যেই রায়ডাক, সঙ্কোষ ও কালজানি নদীর জল ঢুকে তুফানগঞ্জ-১ ব্লকের ১৪ টি ও তুফানগঞ্জ -২ ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েতেকে জলমগ্ন করে তুলেছে। জল বন্দি হয়ে পড়েছেন প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ত্রান শিবিরগুলোতে লোক নিয়ে আসা শুরু হয়েছে। কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।

Body:

জানা গিয়েছে গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে কোচবিহার জেলার বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তোর্সা, কালজানি, রায়ডাক সঙ্কোশ, মানসাই নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। রায়ডাকে লাল সর্তকতা জারি করা হয়েছে। মানসাই নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। জলস্তর বেড়ে যাওয়ায় তুফানগঞ্জ-১ ব্লকেত ১৪ টি এবং তুফানগঞ্জ -২ ব্লক এর ৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০ হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ২৮ টি ত্রাণ শিবিরে ওই বাসিন্দাদের নিয়ে আসা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ত্রাণ শিবির গুলিতে ৮ হাজারের বেশি মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আরও জলবন্দি মানুষকে নিয়ে আসা হচ্ছে। এদিকে জলস্তর বেড়ে গিয়েছে তোর্ষা নদীতেও। কোচবিহার শহরের ১৮ নং ওয়ার্ডের বহুবাড়িতে জল ঢুকে পড়েছে। তবে বেশ কিছু এলাকায় পর্যাপ্ত ত্রান না মেলায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে।# Conclusion:WB-CRB-4-FLOOD-VISUAL-7205341
Last Updated : Jul 24, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.