কোচবিহার, 26 জুলাই : রামমন্দির নির্মাণের জন্য মাটি গেল কোচবিহার থেকে । কোচবিহার ও দিনহাটার মদনমোহন বাড়ি থেকে সংগৃহীত মাটি পুজো হল বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে ৷ তারপর সেই মাটি অযোধ্যার উদ্দেশে রওনা দিল ।
আগামী 5 অগাস্ট থেকে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ । রামমন্দির নির্মাণের জন্য ভারত বর্ষের বিভিন্ন স্থান থেকে মাটি পাঠান হচ্ছে । কোচবিহার থেকেও এই জেলার বিভিন্ন ধর্মীয় স্থানগুলোর মাটি রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যা পাঠান হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে । আজ কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে হোম যজ্ঞের মাধ্যমে কোচবিহার বিভিন্ন ধর্মীয় স্থান থেকে আসা মাটি পুজো করে রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যা পাঠানো হচ্ছে । এই উপলক্ষে রবিবার সকাল থেকে বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় ।
বিশ্ব হিন্দু পরিষদ কোচবিহার শাখার পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি রাম মন্দির নির্মাণের জন্য পাঠানো হচ্ছে । কোচবিহার থেকে এই মাটি গুলোকে শিলিগুড়ি পাঠানো হবে । সেখান থেকে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি দল সেই মাটি আগামী 5 অগাস্ট এর আগে অযোধ্যা পৌঁছে দেবে ।