কোচবিহার, 25 মার্চ : অসম-বাংলা সীমান্তে আটকে প্রায় 60 জন শ্রমিক ৷ তাঁরা অসম, মেঘালয় সহ একাধিক রাজ্যের বাসিন্দা ৷ কর্মসূত্রে তাঁরা অন্য রাজ্যে ছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে সীমান্তে তাঁদের বাধা দেয় অসম পুলিশ ৷
অসম, মেঘালয় সহ উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যের শ্রমিক কেরালা, মহারাষ্ট্র সহ অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন । গত সোমবার তাঁরা প্রথমে কলকাতা ও পরে প্রশাসনের সহযোগিতায় শিলিগুড়ি পৌঁছান । এরপর তাঁদের অসমে পাঠানোর ব্যবস্থা করা হয় । কিন্তু, অসমে তাদের বাস ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। ফলে অসম-বাংলা সীমান্তের ছাগলিয়া চেক পোস্টে আটকে পড়েন তাঁরা।
তাঁদের জন্য বক্সিরহাট থানার পুলিশ শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করে ৷ এরপর তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের তরফে অসম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তবে এখনও পর্যন্ত তাঁদের ফিরে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ অন্যদিকে, আটকে পড়া শ্রমিকদের আশঙ্কা, "এভাবে কতদিন থাকতে হবে জানি না ।"