ETV Bharat / state

কোচবিহারের আইসোলেশন ওয়ার্ডে 6টি নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা - ventilator for corona treatment

জেলার বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড ৷ যে কোনও প্রান্ত থেকে কোরোনা আক্রান্ত রোগীরা এলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই এতগুলি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা ৷ এবার রোগীদের চিকিৎসার সুবিধার্থে আনা হল ভেন্টিলেটর ৷ আজ ছয়টি ভিন্টিলেটর কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে বসানো হয় ৷

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল
কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Mar 27, 2020, 9:15 PM IST

কোচবিহার, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় কোচবিহার আইসোলেশন ওয়ার্ডের জন্য ছয়টি নতুন ভেন্টিলেটর নিয়ে আসা হল । কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য এই ভেন্টিলেটরগুলি ব্যবহার করা হবে ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন, "কোরোনা আক্রান্ত কোনও রোগী মেডিকেলে এলে যাতে সেই রোগীর চিকিৎসা করা যায়, সেজন্য ছয়টি নতুন ভেন্টিলেটর নিয়ে আসা হয়েছে ।" বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহারেও কোরোনা মোকাবিলায় জোর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যদপ্তর । ইতিমধ্যে জেলার প্রায় আড়াই হাজার বাসিন্দাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

কোচবিহার মেডিকেল-সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে । এছাড়া কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল ও দিনহাটা হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে । কোরোনা আক্রান্ত কোনও রোগীর সন্ধান মিললে তাদের যাতে দ্রুত চিকিৎসা করানো যায়, সেজন্য ছয়টি ভেন্টিলেটরের ব্যবস্থা । আজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই ভেন্টিলেটরগুলি বসানো হয় ৷

কোচবিহার, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় কোচবিহার আইসোলেশন ওয়ার্ডের জন্য ছয়টি নতুন ভেন্টিলেটর নিয়ে আসা হল । কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য এই ভেন্টিলেটরগুলি ব্যবহার করা হবে ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন, "কোরোনা আক্রান্ত কোনও রোগী মেডিকেলে এলে যাতে সেই রোগীর চিকিৎসা করা যায়, সেজন্য ছয়টি নতুন ভেন্টিলেটর নিয়ে আসা হয়েছে ।" বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহারেও কোরোনা মোকাবিলায় জোর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যদপ্তর । ইতিমধ্যে জেলার প্রায় আড়াই হাজার বাসিন্দাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

কোচবিহার মেডিকেল-সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে । এছাড়া কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল ও দিনহাটা হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে । কোরোনা আক্রান্ত কোনও রোগীর সন্ধান মিললে তাদের যাতে দ্রুত চিকিৎসা করানো যায়, সেজন্য ছয়টি ভেন্টিলেটরের ব্যবস্থা । আজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই ভেন্টিলেটরগুলি বসানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.