ETV Bharat / state

Sitalkuchi Violence: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি ! জখম 10 - শীতলকুচিতে সংঘর্ষ

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি ৷ সেখানে গুলিও চলেছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় জখম হয়েছেন 10 জন ৷

Sitalkuchi Violence
Sitalkuchi Violence
author img

By

Published : Jun 28, 2023, 5:24 PM IST

Updated : Jun 28, 2023, 6:55 PM IST

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি

কোচবিহার, 28 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি অব্যাহত কোচবিহারে ৷ দিনহাটার পর এ বার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি ৷ বুধবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় ৷ গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে । পোড়ানো হয়েছে মোটর বাইক ৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষ: বুধবার বিকেলে শীতলকুচির ডাকঘড়ায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে । এই ঘটনায় দুই পক্ষের দশ জন আহত হয়েছেন বলে খবর । সংঘর্ষের সময় দু রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ । দুটি মোটর বাইক জ্বালিয়ে দেওয়া হয় ৷ মুহূর্তের মধ্যে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায় ৷ আতঙ্কে স্থানীয় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ ।

অভিযোগ - পালটা অভিযোগ: এ দিকে, সকালে দিনহাটার নাজিরহাটেও বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে । বিজেপি প্রার্থীর ছেলে মণি বর্মনের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁর বাবাকে মারধর করেছে । আজই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহারে সফরের কথা ছিল । অতিরিক্ত বৃষ্টির কারণে রাজ্যপাল কোচবিহারে হেলিকপ্টারে যেতে পারেননি । রাজ্যপালের সফরের মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । যদিও আজকের মতো রাজ্যপালের কোচবিহার সফর বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর স্বামী, অভিযোগ তির বিজেপির দিকে

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কোচবিহারে কোনও ভাবে সন্ত্রাস থামানো যাচ্ছে না বলে অভিযোগ । রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, এ দিন দুপুরে নির্বাচনী প্রচার চলছিল ৷ সেই সময় স্থানীয় তৃণমূল কার্যালয়ে হঠাৎই বিজেপি আক্রমণ করে । গুলি চালায় । মোটরবাইকে আগুন লাগিয়ে দেয় । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "এ দিন সকাল থেকে তৃণমূল বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে । আমাদের নেতা কর্মীদের মারধর করছে ।"

কোচবিহারে উত্তেজনা অব্যাহত: উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সীমান্তে দিনহাটার জারিধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সেখানে গুলিও চলে ৷ ওই ঘটনায় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় ৷ জখম হয়েছেন 7 জন ৷

বিধানসভা নির্বাচনেও উত্তপ্ত হয় শীতলকুচি: 2021 সালের বিধানসভা নির্বাচনেও উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের শীতলকুচি এলাকা ৷ ভোট চলাকালীন জোড়পাটকি এলাকার 126 নম্বর বুথে গুলি চালান সিআইএসএফ জওয়ানরা ৷ গুলিতে মৃত্যু হয় চার জনের ৷ এই ঘটনার আগে ওই বুথেই দুষ্কৃতীদের হামলায় এক যুবকের প্রাণ যায় ৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি

কোচবিহার, 28 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি অব্যাহত কোচবিহারে ৷ দিনহাটার পর এ বার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি ৷ বুধবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় ৷ গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে । পোড়ানো হয়েছে মোটর বাইক ৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষ: বুধবার বিকেলে শীতলকুচির ডাকঘড়ায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে । এই ঘটনায় দুই পক্ষের দশ জন আহত হয়েছেন বলে খবর । সংঘর্ষের সময় দু রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ । দুটি মোটর বাইক জ্বালিয়ে দেওয়া হয় ৷ মুহূর্তের মধ্যে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায় ৷ আতঙ্কে স্থানীয় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ ।

অভিযোগ - পালটা অভিযোগ: এ দিকে, সকালে দিনহাটার নাজিরহাটেও বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে । বিজেপি প্রার্থীর ছেলে মণি বর্মনের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁর বাবাকে মারধর করেছে । আজই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহারে সফরের কথা ছিল । অতিরিক্ত বৃষ্টির কারণে রাজ্যপাল কোচবিহারে হেলিকপ্টারে যেতে পারেননি । রাজ্যপালের সফরের মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । যদিও আজকের মতো রাজ্যপালের কোচবিহার সফর বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর স্বামী, অভিযোগ তির বিজেপির দিকে

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কোচবিহারে কোনও ভাবে সন্ত্রাস থামানো যাচ্ছে না বলে অভিযোগ । রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, এ দিন দুপুরে নির্বাচনী প্রচার চলছিল ৷ সেই সময় স্থানীয় তৃণমূল কার্যালয়ে হঠাৎই বিজেপি আক্রমণ করে । গুলি চালায় । মোটরবাইকে আগুন লাগিয়ে দেয় । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "এ দিন সকাল থেকে তৃণমূল বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে । আমাদের নেতা কর্মীদের মারধর করছে ।"

কোচবিহারে উত্তেজনা অব্যাহত: উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সীমান্তে দিনহাটার জারিধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সেখানে গুলিও চলে ৷ ওই ঘটনায় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় ৷ জখম হয়েছেন 7 জন ৷

বিধানসভা নির্বাচনেও উত্তপ্ত হয় শীতলকুচি: 2021 সালের বিধানসভা নির্বাচনেও উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের শীতলকুচি এলাকা ৷ ভোট চলাকালীন জোড়পাটকি এলাকার 126 নম্বর বুথে গুলি চালান সিআইএসএফ জওয়ানরা ৷ গুলিতে মৃত্যু হয় চার জনের ৷ এই ঘটনার আগে ওই বুথেই দুষ্কৃতীদের হামলায় এক যুবকের প্রাণ যায় ৷

Last Updated : Jun 28, 2023, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.