ETV Bharat / state

মাথাভাঙায় নিগ্রহ, প্রতিবাদে থানার সামনে অবস্থান-বিক্ষোভ সাংবাদিকদের - Journalist harrasment in Mathabhanga

মাথাভাঙার দৈনিক পত্রিকার এক সাংবাদিককে মারধরের অভিযোগ ৷ এই অভিযোগের ভিত্তিতে আজ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলে থানার সামনে সামাজিক দূরত্ব মেনে অবস্থান বিক্ষোভ করেন সাংবাদিকরা ৷

Coochbehar
কোচবিহার
author img

By

Published : May 11, 2020, 5:17 PM IST

কোচবিহার , 11 মে : ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা ৷ এবার মাথাভাঙার নয়ারহাট এলাকায় এক দৈনিক পত্রিকার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠল ৷ প্রতিবাদে আজ কোচবিহারের মাথাভাঙা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন সাংবাদিকরা ৷

অভিযোগ , গতকাল সন্ধ্যে নাগাদ মাথাভাঙার নয়ারহাট এলাকায় এক দৈনিক পত্রিকার সাংবাদিক সঞ্জয় কুমার বর্মণের উপর হঠাৎ হামলা চালায় দুই বাইক আরোহী ৷ তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার বিবরণ জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানান ওই সাংবাদিক ৷ এরপর আজ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে সামাজিক দূরত্ব মেনে অবস্থান বিক্ষোভ করেন সাংবাদিকরা ৷


শুধু তাই নয় , কিছুদিন আগেও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক ASI-এর বিরুদ্ধে ৷ জানা গেছে , 17 এপ্রিল লকডাউনে দোকানদাররা অধিক দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির খবর করায় নয়ারহাট থানার ASI বিধান সরকার তাঁকে হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ৷ সেই সময় নয়ারহাট ফাঁড়ি থানার ASI বিধান সরকারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক ৷

এবিষয়ে আক্রান্ত সাংবাদিক সঞ্জয় কুমার বর্মন জানান , গতকাল বাইকে করে এসে দুইজন ব্যক্তি তাঁকে মারধর করে ৷ কিছুটা অন্ধকার থাকায় দুষ্কৃতীদের তিনি চিনতে পারেননি ৷

অন্যদিকে , মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার জানান, লিখিত অভিযোগ পেয়ে নয়ারহাট ফাঁড়ি থানার ASI বিধান সরকারকে বদলি করা হবে ৷ ঘটনায় দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন সাংবাদিকরা ৷

কোচবিহার , 11 মে : ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা ৷ এবার মাথাভাঙার নয়ারহাট এলাকায় এক দৈনিক পত্রিকার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠল ৷ প্রতিবাদে আজ কোচবিহারের মাথাভাঙা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন সাংবাদিকরা ৷

অভিযোগ , গতকাল সন্ধ্যে নাগাদ মাথাভাঙার নয়ারহাট এলাকায় এক দৈনিক পত্রিকার সাংবাদিক সঞ্জয় কুমার বর্মণের উপর হঠাৎ হামলা চালায় দুই বাইক আরোহী ৷ তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার বিবরণ জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানান ওই সাংবাদিক ৷ এরপর আজ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে সামাজিক দূরত্ব মেনে অবস্থান বিক্ষোভ করেন সাংবাদিকরা ৷


শুধু তাই নয় , কিছুদিন আগেও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক ASI-এর বিরুদ্ধে ৷ জানা গেছে , 17 এপ্রিল লকডাউনে দোকানদাররা অধিক দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির খবর করায় নয়ারহাট থানার ASI বিধান সরকার তাঁকে হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ৷ সেই সময় নয়ারহাট ফাঁড়ি থানার ASI বিধান সরকারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক ৷

এবিষয়ে আক্রান্ত সাংবাদিক সঞ্জয় কুমার বর্মন জানান , গতকাল বাইকে করে এসে দুইজন ব্যক্তি তাঁকে মারধর করে ৷ কিছুটা অন্ধকার থাকায় দুষ্কৃতীদের তিনি চিনতে পারেননি ৷

অন্যদিকে , মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার জানান, লিখিত অভিযোগ পেয়ে নয়ারহাট ফাঁড়ি থানার ASI বিধান সরকারকে বদলি করা হবে ৷ ঘটনায় দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন সাংবাদিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.