কোচবিহার, 26 জুলাই: জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে চলল গুলি (Cooch Behar Shoot)। মৃত্যু হল মোমিনুল সরকার নামে এক ব্যক্তির ৷ মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে । খবর পেয়েই সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় । মৃতদেহ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশ কাঠা একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল । মঙ্গলবার সেই বিবাদ চরম আকার নিলে বাপ্পা হোসেন নামে এক ব্যক্তি গুলি চালায় সেই গুলিতেই মমিনুল সরকারে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে দিনহাটা পুলিশের এসডিপিও ত্রিদিব সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ।
আরও পড়ুন: জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, আহত 6
তৃণমূলের নাজিরহাট 1নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রেহানা সুলতানা বলেন, "জমি নিয়ে দুই পরিবারে গণ্ডগোলের জেরে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে । ঘটনাস্থলে পুলিশ রয়েছে । ঘটনার পর থেকেই অভিযুক্ত বাপ্পা হোসেন পলাতক । পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোজে তল্লাশি শুরু হয়েছে ।"