ETV Bharat / state

Mathabhanga Road Accident : মাথাভাঙায় আলু বোঝাই ট্রাক্টর উল্টে নয়ানজুলিতে, মৃত 3

রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা তিন শ্রমিক ট্রলির নীচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগালেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের (3 died in a road accident in Cooch Behar)।

author img

By

Published : Jan 9, 2022, 5:19 PM IST

Mathabhanga Road Accident
মাথাভাঙায় আলু বোঝাই ট্রাক্টর উল্টে নয়ানজুলিতে, মৃত 3

কোচবিহার, 9 জানুয়ারি : আলু বোঝাই ট্রাক্টর উলটে কোচবিহারে মৃত্যু হল 3 জনের (3 died in a road accident in Cooch Behar)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-2 ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতরা হলেন দিলীপ বর্মন (29), লুৎফর মিয়াঁ (36) এবং প্রসেনজিৎ বর্মন (37)। প্রত্যেকের বাড়ি স্থানীয় ধলোগুড়ি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত 12টা নাগাদ ট্রলি বোঝাই আলু নিয়ে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া ট্রাক্টরটি। রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা তিন শ্রমিক ট্রলির নীচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগালেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

আরও পড়ুন : Car Accident In Kulpi : বছরের প্রথম সকালে কুলপিতে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত কমপক্ষে 15

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদের পরিবারের পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গাড়িটি আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু পুলিশের।

কোচবিহার, 9 জানুয়ারি : আলু বোঝাই ট্রাক্টর উলটে কোচবিহারে মৃত্যু হল 3 জনের (3 died in a road accident in Cooch Behar)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-2 ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতরা হলেন দিলীপ বর্মন (29), লুৎফর মিয়াঁ (36) এবং প্রসেনজিৎ বর্মন (37)। প্রত্যেকের বাড়ি স্থানীয় ধলোগুড়ি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত 12টা নাগাদ ট্রলি বোঝাই আলু নিয়ে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া ট্রাক্টরটি। রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা তিন শ্রমিক ট্রলির নীচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগালেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

আরও পড়ুন : Car Accident In Kulpi : বছরের প্রথম সকালে কুলপিতে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত কমপক্ষে 15

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদের পরিবারের পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গাড়িটি আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু পুলিশের।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.