ETV Bharat / state

পুলিশকর্মীদের পৃথক কোয়ারান্টাইন সেন্টার কোচবিহারে - কোচবিহার

কোচবিহার পুলিশ হাসপাতাল ভবনে ওই সেন্টার খোলা হয়েছে । রয়েছে ২৫টির মতো বেড ।

পুলিশকর্মীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টার কোচবিহারে
পুলিশকর্মীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টার কোচবিহারে
author img

By

Published : Apr 5, 2020, 5:40 PM IST

কোচবিহার, 5 এপ্রিল: পুলিশকর্মীদের জন্য কোচবিহারে খোলা হল পৃথক কোয়ারান্টাইন সেন্টার । কোচবিহার পুলিশ হাসপাতাল ভবনে ওই সেন্টার খোলা হয়েছে । রয়েছে ২৫টির মতো বেড । পাশাপাশি জেলার সমস্ত পুলিশকর্মীদের সুস্থ রাখার জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন চললেও দিনরাত এক করে ডিউটি করছেন পুলিশকর্মীরা । ফলে তাঁরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশিকায় প্রতিদিন সকালে ঘণ্টাখানেকের জন্য শরীরচর্চার কথা লেখা রয়েছে । পাশাপাশি, জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, ভিড়ের মধ্যে ডিউটি করতে হলে মাক্স পরা এবং যেসব গাড়ি নিয়ে রোজ যাতায়াত করা হচ্ছে সেগুলি নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধোওয়ার কথা বলা হয়েছে । এক পুলিশকর্মী বলেন, "আমাদের যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা মেনেই চলছি ।"

কোচবিহারের DSP (হেডকোয়ার্টার)সমীর পালের কথায়, "জেলার পুলিশ কর্মীদের জন্য কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে । পাশাপাশি সবাই যাতে সুস্থ থাকে সেজন্য গাইডলাইনও তৈরি করা হয়েছে ।"

কোচবিহার, 5 এপ্রিল: পুলিশকর্মীদের জন্য কোচবিহারে খোলা হল পৃথক কোয়ারান্টাইন সেন্টার । কোচবিহার পুলিশ হাসপাতাল ভবনে ওই সেন্টার খোলা হয়েছে । রয়েছে ২৫টির মতো বেড । পাশাপাশি জেলার সমস্ত পুলিশকর্মীদের সুস্থ রাখার জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন চললেও দিনরাত এক করে ডিউটি করছেন পুলিশকর্মীরা । ফলে তাঁরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশিকায় প্রতিদিন সকালে ঘণ্টাখানেকের জন্য শরীরচর্চার কথা লেখা রয়েছে । পাশাপাশি, জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, ভিড়ের মধ্যে ডিউটি করতে হলে মাক্স পরা এবং যেসব গাড়ি নিয়ে রোজ যাতায়াত করা হচ্ছে সেগুলি নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধোওয়ার কথা বলা হয়েছে । এক পুলিশকর্মী বলেন, "আমাদের যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা মেনেই চলছি ।"

কোচবিহারের DSP (হেডকোয়ার্টার)সমীর পালের কথায়, "জেলার পুলিশ কর্মীদের জন্য কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে । পাশাপাশি সবাই যাতে সুস্থ থাকে সেজন্য গাইডলাইনও তৈরি করা হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.