ETV Bharat / state

ভুটান-অসমে কোরোনা আতঙ্কের জেরে কোচবিহার মেডিকেলে পৃথক বিভাগ - কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল

অসম ও ভুটানে কোরোনা আতঙ্ক । এই দুই জায়গা থেকে প্রতিদিন কোচবিহার হায়পাতালে দেখাতে আসে । কোরোনা আক্রান্তদের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে পৃথক কাউন্টার খুলতে চলেছে জেলা স্বাস্থ্যবিভাগ । কেউ কোরোনায় আক্রান্ত কি না তা এখানে খতিয়ে দেখা হবে। শুক্রবার থেকে এই কাউন্টার খোলা হবে। ওই কাউন্টারে পর্যাপ্ত মাস্ক রাখা হবে। এছাড়াও মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

corona
কোচবিহার মেডিকেলে পৃথক বিভাগ
author img

By

Published : Mar 10, 2020, 11:30 PM IST

কোচবিহার, ১০ মার্চ : অসম ও ভুটানে কোরোনা আক্রান্তদের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে পৃথক কাউন্টার খুলতে চলেছে জেলা স্বাস্থ্যবিভাগ । কেউ কোরোনায় আক্রান্ত কি না তা এখানে খতিয়ে দেখা হবে। এছাড়া ওই রোগীর চিকিৎসার পরামর্শ দেওয়া হবে। কোচবিহার মেডিকেল কলেজের অধ‍্যক্ষ সুকুমার রায় বলেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো কোরোনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে।


কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর কোচবিহার জেলার ৫টি মহকুমার বাসিন্দাদের পাশাপাশি পাশের জেলা আলিপুরদুয়ার ও নিম্ন অসমের বাসিন্দারা নির্ভরশীল। এমনকী ভুটান থেকে প্রতিদিন রোগী আসছে এখানে । ভারতে কোরোনা আক্রান্তর সন্ধান মেলায় ইতিমধ্যে এরাজ‍্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার স্বাস্থ্যবিভাগ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু অসম ও ভুটানে কোরোনা আক্রান্তর সন্ধান মেলায় নড়েচড়ে বসেছে কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ। কোচবিহার মেডিকেলের বহির্বিভাগে কোরোনা কাউন্টার খোলা হচ্ছে। শুক্রবার থেকে এই কাউন্টার খোলা হবে। ওই কাউন্টারে পর্যাপ্ত মাস্ক রাখা হবে। এছাড়াও মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।


কোচবিহার মেডিকেল কলেজের মেডিকেল সুপার ও ভাইস প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন, "পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা সতর্ক আছি।"

কোচবিহার, ১০ মার্চ : অসম ও ভুটানে কোরোনা আক্রান্তদের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে পৃথক কাউন্টার খুলতে চলেছে জেলা স্বাস্থ্যবিভাগ । কেউ কোরোনায় আক্রান্ত কি না তা এখানে খতিয়ে দেখা হবে। এছাড়া ওই রোগীর চিকিৎসার পরামর্শ দেওয়া হবে। কোচবিহার মেডিকেল কলেজের অধ‍্যক্ষ সুকুমার রায় বলেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো কোরোনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে।


কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর কোচবিহার জেলার ৫টি মহকুমার বাসিন্দাদের পাশাপাশি পাশের জেলা আলিপুরদুয়ার ও নিম্ন অসমের বাসিন্দারা নির্ভরশীল। এমনকী ভুটান থেকে প্রতিদিন রোগী আসছে এখানে । ভারতে কোরোনা আক্রান্তর সন্ধান মেলায় ইতিমধ্যে এরাজ‍্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার স্বাস্থ্যবিভাগ নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু অসম ও ভুটানে কোরোনা আক্রান্তর সন্ধান মেলায় নড়েচড়ে বসেছে কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ। কোচবিহার মেডিকেলের বহির্বিভাগে কোরোনা কাউন্টার খোলা হচ্ছে। শুক্রবার থেকে এই কাউন্টার খোলা হবে। ওই কাউন্টারে পর্যাপ্ত মাস্ক রাখা হবে। এছাড়াও মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।


কোচবিহার মেডিকেল কলেজের মেডিকেল সুপার ও ভাইস প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন, "পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা সতর্ক আছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.