ETV Bharat / state

শীতলকুচিতে কোয়ারানটিন সেন্টারে হাতাহাতি, জখম 2 - migrant workers of cooch behar

মহারাষ্ট্রে থেকে শীতলকুচির বাড়িতে ফেরেন প্রান্তোষ ও কার্তিক । শীতলকুচি ব্লক প্রশাসনের তরফে তাঁদের সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । গত সন্ধ্যায় কোয়ারানটিন সেন্টারের শৌচাগারের আলো জ্বালানো ঘিরে তাঁদের মধ্যে বচসা বাধে । হাতাহাতি শুরু হয় ৷

cooch behar
cooch behar
author img

By

Published : May 27, 2020, 12:55 PM IST

কোচবিহার, 27 মে : শীতলকুচির সরকারি কোয়ারানটিন সেন্টারে দুই যুবকের মধ্যে হাতাহাতি। প্রান্তোষ দাস ও কার্তিক নমদাস নামে দুইজন জখম হন । পুলিশ তাঁদের শীতলকুচি ব্লক হাসপাতালে নিয়ে যায় । শৌচাগারের আলো জ্বালানো ঘিরে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়ে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

মহারাষ্ট্রে থেকে শীতলকুচির বাড়িতে ফেরেন প্রান্তোষ ও কার্তিক । শীতলকুচি ব্লক প্রশাসনের তরফে তাঁদের সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । অভিযোগ, গত সন্ধ্যায় কোয়ারানটিন সেন্টারের শৌচাগারের আলো জ্বালানো ঘিরে তাঁদের মধ্যে বচসা বাধে । হাতাহাতি শুরু হয় ৷ ঘটনায় দুইজনই জখম হন । বাইরে এলে তাঁদের অ্যাম্বুলেন্সে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

শীতলকুচি ব্লক উন্নয়ন আধিকারিক ওয়াংদি গ্যালপো ভুটিয়া জানান , সরকারি কোয়ারানটিন সেন্টারে জখম হওয়ার কোনও ঘটনা ঘটেনি । পরিযায়ী শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছে শুনেছি ।

কোচবিহার, 27 মে : শীতলকুচির সরকারি কোয়ারানটিন সেন্টারে দুই যুবকের মধ্যে হাতাহাতি। প্রান্তোষ দাস ও কার্তিক নমদাস নামে দুইজন জখম হন । পুলিশ তাঁদের শীতলকুচি ব্লক হাসপাতালে নিয়ে যায় । শৌচাগারের আলো জ্বালানো ঘিরে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়ে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

মহারাষ্ট্রে থেকে শীতলকুচির বাড়িতে ফেরেন প্রান্তোষ ও কার্তিক । শীতলকুচি ব্লক প্রশাসনের তরফে তাঁদের সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । অভিযোগ, গত সন্ধ্যায় কোয়ারানটিন সেন্টারের শৌচাগারের আলো জ্বালানো ঘিরে তাঁদের মধ্যে বচসা বাধে । হাতাহাতি শুরু হয় ৷ ঘটনায় দুইজনই জখম হন । বাইরে এলে তাঁদের অ্যাম্বুলেন্সে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

শীতলকুচি ব্লক উন্নয়ন আধিকারিক ওয়াংদি গ্যালপো ভুটিয়া জানান , সরকারি কোয়ারানটিন সেন্টারে জখম হওয়ার কোনও ঘটনা ঘটেনি । পরিযায়ী শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছে শুনেছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.