কোচবিহার,24 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনও কি সিবিআই, ইডি-র মতো বিজেপির অঙ্গুলিহেলনে চলছে? মঙ্গলবার কোচবিহারের বলরামপুরে দলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির বলরামপুরে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, নির্বাচন কবে ঘোষণা হবে কেউ জানে না। কারও জানার কথা নয়। অথচ সোমবার অসমে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন 7 তারিখ নির্বাচন ঘোষণার পর আরও বেশি করে তিনি বাংলা ও অসমে আসবেন।
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভোট ঘোষণা কবে হবে উনি জানলেন কি করে? তাহলে কি নির্বাচন কমিশনও সিবিআই, ইডি-র মতো বিজেপির অঙ্গুলিহেলনে চলছে ? এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "বিজেপি বাংলা ও বাংলার সংস্কৃতি, কৃষ্টি জানেনা। তাই আমরা যখন আগামী বিধানসভা নির্বাচনে ভোট দেব, তখন আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের 18 লাখ মানুষ ভোট দিতে পারবে না. কারণ এনআরসি- র নামে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।"
আরও পড়ুন :‘দিদির দূত’ অ্যাপে দারুণ সাড়া, মাত্র 20 দিনে ব্যবহারকারী ছাড়াল 5 লাখ
একসময় আলিমুদ্দিনের 'সোনার টুকরো' ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নয়া রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ৷ রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, শ্য়ামসুর রহমান থেকে পাবলো নেরুদা কন্ঠস্থ থাকা ঋতব্রত একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলারের সঙ্গে তুলনা করেন ৷ পরে নানা ঘাত-প্রতিঘাতে ঋতব্রত সিপি(আই)এম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন ৷ দলে সংগঠন গড়ে তোলার কাজে এখন তিনি যথেষ্ট গুরুত্বও পান ৷ বরাবর সুবক্তা ঋতব্রত এদিন দলের কর্মীসভাতেও চাঁচাছোলা ভাষায় বিজেপির সমালোচনা করেন ৷ একই সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন।