ETV Bharat / state

কোচবিহারে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষ - Rabindranath Ghosh visits some areas of Coochbehar which were affected due to heavy storm

কোচবিহারে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । দিলেন সাহায্যের আশ্বাস ।

রবীন্দ্রনাথ ঘোষ
রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Apr 10, 2020, 3:22 PM IST

কোচবিহার, 10 এপ্রিল : ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সবজি ও ভুট্টার ক্ষেত পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । ঘুরে দেখলেন কোচবিহার 1, 2 নম্বর ব্লকসহ তুফানগঞ্জের বিভিন্ন এলাকা । সাহায্যের আশ্বাস দিলেন ক্ষতিগ্রস্ত চাষিদের ।

পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতে ঝড়-বৃষ্টি হয় রাজ্যের একাধিক জেলায় । ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয় কোচবিহারও । ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে মরিচবাড়ি এলাকায় একজনের মৃত্যু হয় । নষ্ট হয়ে যায় বিঘা বিঘা সবজি ও ভুট্টা । লকডাউনে এমনিতেই ক্ষতির মুখে চাষিরা তার উপর এই দুর্যোগে কার্যত মাথায় হাত তাঁদের । আজ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন রবীন্দ্রনাথ ঘোষ । কোচবিহার 1 নম্বর ব্লকের দেওয়ানহাট, ঘুঘুমারি, ধলুয়াবাড়ি, কোচবিহার 2 নম্বর ব্লকের মরিচবাড়ি, খোলটাসহ বিভিন্ন গ্রামে ঘোরেন । ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথাও বলেন ।

এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অনেকটা ক্ষতি হয়েছে । জেলাশাসক ও কৃষি আধিকারিককে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা খতিয়ে দেখতে ।"

কোচবিহার, 10 এপ্রিল : ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সবজি ও ভুট্টার ক্ষেত পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । ঘুরে দেখলেন কোচবিহার 1, 2 নম্বর ব্লকসহ তুফানগঞ্জের বিভিন্ন এলাকা । সাহায্যের আশ্বাস দিলেন ক্ষতিগ্রস্ত চাষিদের ।

পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতে ঝড়-বৃষ্টি হয় রাজ্যের একাধিক জেলায় । ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয় কোচবিহারও । ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে মরিচবাড়ি এলাকায় একজনের মৃত্যু হয় । নষ্ট হয়ে যায় বিঘা বিঘা সবজি ও ভুট্টা । লকডাউনে এমনিতেই ক্ষতির মুখে চাষিরা তার উপর এই দুর্যোগে কার্যত মাথায় হাত তাঁদের । আজ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন রবীন্দ্রনাথ ঘোষ । কোচবিহার 1 নম্বর ব্লকের দেওয়ানহাট, ঘুঘুমারি, ধলুয়াবাড়ি, কোচবিহার 2 নম্বর ব্লকের মরিচবাড়ি, খোলটাসহ বিভিন্ন গ্রামে ঘোরেন । ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথাও বলেন ।

এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অনেকটা ক্ষতি হয়েছে । জেলাশাসক ও কৃষি আধিকারিককে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা খতিয়ে দেখতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.