ETV Bharat / state

Cooch Behar Rash: অসুস্থ আলতাফ মিঞাঁ, রাসচক্র কারিগরকে দেখতে এলেন রবীন্দ্রনাথ ঘোষ - রবীন্দ্রনাথ ঘোষ

রাসচক্র কারিগর অসুস্থ আলতাফ মিঞাঁকে (Altaf Miyan) দেখতে তাঁর বাড়িতে গেলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ৷ যে রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের রাস উৎসবের সূচনা হয় ৷ তিন পুরুষ ধরে সেই রাসচক্র তৈরি করে আসছেন কোচবিহার শহর সংলগ্ন তোর্ষা নদীর পাড়ের এক মুসলিম পরিবার (Cooch Behar Rash)। রবিবার লক্ষ্মীপূর্ণিমার দিন উপোস করে ওই রাসচক্র তৈরির কাজ শুরু করেন আলতাফ ।

Rabindranath Ghosh visits Altaf Miyans home
Rabindranath Ghosh visits Altaf Miyans home
author img

By

Published : Oct 10, 2022, 3:59 PM IST

কোচবিহার, 10 অক্টোবর: রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের রাস উৎসবের (Cooch Behar Rash Festival) সূচনা হয় । তিন পুরুষ ধরে সেই রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ মিঞাঁ (Altaf Miyan) । সোমবার সেই আলতাফের বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ।

পাশাপাশি এদিন তিনি চাল-সহ বেশ কিছু জিনিস দিয়ে সহযোগিতা করেন তাঁকে । পরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কোচবিহারের ইতিহাসের সাক্ষী আলতাফ মিঞাঁ । তিন পুরুষ ধরে তাঁরা রাসচক্র তৈরি করে আসছেন । তিনি অসুস্থ । তাঁকে সবরকম সহযোগিতা করা হবে ।"

1893 সাল নাগাদ মহারাজা নৃপেন্দ্রনারায়ণের উদ্যোগে বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে তোলা হয় ৷ সেখানেই প্রতিবছর রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব শুরু হয় । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করতেন । এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক এই উৎসবের সূচনা করেন । হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয় এই রাসচক্র ।

প্রথমদিকে রাজাদের তরফে এই রাসচক্র তৈরির দায়িত্ব দেওয়া হয় কোচবিহারের হরিণচওড়া এলাকার বাসিন্দা পান মামুদ মিঞাঁকে । পরবর্তীতে তাঁর ছেলে আজিজ মিঞাঁ ওই রাসচক্র তৈরির দায়িত্ব পান । এরপর তাঁর ছেলে আলতাফ মিঞাঁ ওই রাসচক্র তৈরি করে আসছেন । লক্ষ্মীপুজোর দিন উপোস থেকে রাসচক্র তৈরির কাজ শুরু করেন আলতাফ । পরবর্তীতে একমাস নিরামিষ খাবার খান । এরপর রাসপূর্ণিমার দিন মদনমোহন বাড়িতে নিয়ে গিয়ে পুরো রাসচক্র তৈরি করেন । পাশাপাশি আলতাফ মিঞাঁকে ট্রাস্টের তরফে 7000 টাকা মাসিক মাইনের চাকরি দেওয়া হয়েছে । এ বছরও রাস পূর্ণিমার দিন ওই রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা হবে । তাই রবিবার লক্ষ্মীপূর্ণিমার দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন তিনি ।

আলতাফ মিঞাঁকে দেখতে বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন আলতাফ

কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আলতাফ । রাজ্য সরকারের তরফে তাঁকে যা সহযোগিতা দেওয়া হয়, তা দিয়ে সংসার চলে না । তাই দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন আলতাফ । সোমবার হরিণচওড়া এলাকার আলতাফ মিঞাঁর বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । তবে এদিন আলতাফ বলেন, "আমি নিজেও তৃণমূল করি । চেয়ারম্যান আসায় আমি খুশি ।"

কোচবিহার, 10 অক্টোবর: রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের রাস উৎসবের (Cooch Behar Rash Festival) সূচনা হয় । তিন পুরুষ ধরে সেই রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ মিঞাঁ (Altaf Miyan) । সোমবার সেই আলতাফের বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ।

পাশাপাশি এদিন তিনি চাল-সহ বেশ কিছু জিনিস দিয়ে সহযোগিতা করেন তাঁকে । পরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কোচবিহারের ইতিহাসের সাক্ষী আলতাফ মিঞাঁ । তিন পুরুষ ধরে তাঁরা রাসচক্র তৈরি করে আসছেন । তিনি অসুস্থ । তাঁকে সবরকম সহযোগিতা করা হবে ।"

1893 সাল নাগাদ মহারাজা নৃপেন্দ্রনারায়ণের উদ্যোগে বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে তোলা হয় ৷ সেখানেই প্রতিবছর রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব শুরু হয় । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করতেন । এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক এই উৎসবের সূচনা করেন । হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয় এই রাসচক্র ।

প্রথমদিকে রাজাদের তরফে এই রাসচক্র তৈরির দায়িত্ব দেওয়া হয় কোচবিহারের হরিণচওড়া এলাকার বাসিন্দা পান মামুদ মিঞাঁকে । পরবর্তীতে তাঁর ছেলে আজিজ মিঞাঁ ওই রাসচক্র তৈরির দায়িত্ব পান । এরপর তাঁর ছেলে আলতাফ মিঞাঁ ওই রাসচক্র তৈরি করে আসছেন । লক্ষ্মীপুজোর দিন উপোস থেকে রাসচক্র তৈরির কাজ শুরু করেন আলতাফ । পরবর্তীতে একমাস নিরামিষ খাবার খান । এরপর রাসপূর্ণিমার দিন মদনমোহন বাড়িতে নিয়ে গিয়ে পুরো রাসচক্র তৈরি করেন । পাশাপাশি আলতাফ মিঞাঁকে ট্রাস্টের তরফে 7000 টাকা মাসিক মাইনের চাকরি দেওয়া হয়েছে । এ বছরও রাস পূর্ণিমার দিন ওই রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা হবে । তাই রবিবার লক্ষ্মীপূর্ণিমার দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন তিনি ।

আলতাফ মিঞাঁকে দেখতে বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন আলতাফ

কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আলতাফ । রাজ্য সরকারের তরফে তাঁকে যা সহযোগিতা দেওয়া হয়, তা দিয়ে সংসার চলে না । তাই দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন আলতাফ । সোমবার হরিণচওড়া এলাকার আলতাফ মিঞাঁর বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । তবে এদিন আলতাফ বলেন, "আমি নিজেও তৃণমূল করি । চেয়ারম্যান আসায় আমি খুশি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.