কোচবিহার, 26 সেপ্টেম্বর : লাগাতার বৃষ্টিতে জনজীবন বিঘ্নিত হয়ে পড়ছে কোচবিহারে । জল বাড়ছে জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদ-নদীগুলিতে । ইতিমধ্যে বেশকিছু বাড়িতে জল ঢুকেছে ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনকেও বলা হয়েছে বাসিন্দাদের সহযোগিতা করতে।" গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কোচবিহারে । ফলে নদীর জল বেড়ে বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে ।
তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গদাধর নদের জল ঢুকেছে । চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, চিলাখানা এলাকায় জল ঢুকেছে । লাগাতার বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছে কোচবিহার ও দিনহাটা শহরের কিছু এলাকা । এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ।