ETV Bharat / state

উদয়ন গুহর উপর হামলায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পোস্টার দিনহাটায় - দিনহাটা পৌরসভা

দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পোস্টার পড়ল ৷ দিনহাটা পৌরসভার 2নং ওয়ার্ডে নাগরিক কমিটির নামে ওই পোস্টার মারা হয়েছে ৷

Posters on demanding arrest culprits on tmc leader Udayan Guha case in dinhata
উদয়ন গুহ’র উপর হামলায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পোস্টার দিনহাটায়
author img

By

Published : Jun 1, 2021, 4:09 PM IST

দিনহাটা, 1 জুন : তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলাকারী 3 অভিযুক্তের গ্রেফতারের দাবিতে দিনহাটা পৌরসভার 2নং নম্বর ওয়ার্ডে পোস্টার পড়ল । 2নং ওয়ার্ড নাগরিক কমিটির ব্যানারে ওই পোস্টার পড়েছে । পোস্টারে উদয়ন গুহর উপর হামলায় প্রধান অভিযুক্ত অজয় রায়, বাদল সরকার ও ধনঞ্জয় দেবনাথের ছবি রয়েছে । সেই ব্যানারে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিনের মাথায় দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করে জেলা তৃণমূল নেতৃত্ব । সেই হামলার ঘটনায় হাত ভেঙে যায় উদয়ন গুহ’র । গুরুতর জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষীও । পরবর্তীতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয় । উদয়ন গুহ বর্তমানে সুস্থ রয়েছেন ।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের

উদয়ন গুহর উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ সেই তিন মূল অভিযুক্ত অজয় রায়, ধনঞ্জয় দেবনাথ ও বাদল সরকারের গ্রেফতারের দাবিতেই এবার দিনহাটা পৌরসভার 2নং ওয়ার্ডে এদিন পোস্টার পড়েছে । দিনহাটা শহরের ব্লক তৃণমূল সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘‘পুলিশের অনেক আগেই মূল অভিযুক্তদের গ্রেফতার করা উচিত ছিল ।’’

দিনহাটা, 1 জুন : তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলাকারী 3 অভিযুক্তের গ্রেফতারের দাবিতে দিনহাটা পৌরসভার 2নং নম্বর ওয়ার্ডে পোস্টার পড়ল । 2নং ওয়ার্ড নাগরিক কমিটির ব্যানারে ওই পোস্টার পড়েছে । পোস্টারে উদয়ন গুহর উপর হামলায় প্রধান অভিযুক্ত অজয় রায়, বাদল সরকার ও ধনঞ্জয় দেবনাথের ছবি রয়েছে । সেই ব্যানারে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিনের মাথায় দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করে জেলা তৃণমূল নেতৃত্ব । সেই হামলার ঘটনায় হাত ভেঙে যায় উদয়ন গুহ’র । গুরুতর জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষীও । পরবর্তীতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয় । উদয়ন গুহ বর্তমানে সুস্থ রয়েছেন ।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের

উদয়ন গুহর উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ সেই তিন মূল অভিযুক্ত অজয় রায়, ধনঞ্জয় দেবনাথ ও বাদল সরকারের গ্রেফতারের দাবিতেই এবার দিনহাটা পৌরসভার 2নং ওয়ার্ডে এদিন পোস্টার পড়েছে । দিনহাটা শহরের ব্লক তৃণমূল সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘‘পুলিশের অনেক আগেই মূল অভিযুক্তদের গ্রেফতার করা উচিত ছিল ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.