কোচবিহার, 24 এপ্রিল : দিনহাটার কোভিড হাসপাতালে মৃত্যু হল এক পুলিশ কর্মীর । শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। নানা রোগের উপসর্গ নিয়ে বছর পঞ্চান্নর ওই পুলিশকর্মী কয়েক দিন আগে দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।
শনিবার তাঁর মৃতদেহ সৎকার করা হয় । সৎকারের আগে স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় । দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রনজিৎ মন্ডল বলেন, গত 16 এপ্রিল ওই পুলিশকর্মী নানা ধরনের রোগের উপসর্গ নিয়ে দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন । করোনা পজিটিভও ছিলেন তিনি ৷
আরও পড়ুন: 48-এ পা সচিনের, ফিরে দেখা কিছু অবিস্মরণীয় ইনিংস
জানা গিয়েছে, শুক্রবারও জেলায় 117 জনের শরীরে নতুন করে সংক্রমণ হয়েছে । বর্তমানে জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা 580 । এরইমধ্যে শুক্রবার রাতে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় । হাসপাতালে তাঁকে শেষ বিদায় জানান দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ কর্তারা ।