মাথাভাঙা, 17 মে : সরকারি প্রতিলিপি পোড়ানো যাবে না । থানায় আসুন । অবরোধকারীদের বলল পুলিশ । দরকারের সময় তো আপনাদের পাওয়া যায় না । পুলিশকে পালটা জবাব অবরোধকারীদের । মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড়ের ঘটনা ।
রাজ্য সরকার নির্দেশিকা জারি করে দু'মাস স্কুলে ছুটি ঘোষণা করে । রাজ্য সরকারের এই নির্দেশিকা উত্তরবঙ্গের স্কুলগুলিতে জারি হওয়া মাত্রই বিভিন্ন স্কুলের পড়ুয়ারা বিক্ষোভ দেখায় । পড়ুয়াদের বক্তব্য, সামনে মাধ্যমিক পরীক্ষা । দু'মাসের ছুটি দিলে পরীক্ষার সিলেবাসই শেষ হবে না । আর তাছাড়া, উত্তরবঙ্গে গরম বেশি পড়ে না । তাই ছুটির সময় কমাতে হবে । এই একই দাবিতে গতকাল SUCI(C)-র ছাত্র সংগঠন DSO-র মাথাভাঙা জ়োনাল কমিটি কোচবিহার শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । পোড়াতে যায় রাজ্য সরকারের নির্দেশিকার প্রতিলিপি । সেইসময় ঘটনাস্থানে উপস্থিত পুলিশ DSO কর্মীদের আটকে দেয় । মাথাভাঙা থানার এক অফিসার, কেড়ে নেন নির্দেশিকার প্রতিলিপি । পুলিশ ও অবরোধকারীদের মধ্যে শুরু হয় বচসা । ওই অফিসার বলেন, তিনি আগুন লাগাতে দেবেন না । থানায় যেতে বলেন । পালটা অবরোধকারীরা বলেন, কেন আগুন লাগাতে দেবেন না ? যখন দরকার হয় তখন তো আপনাদের খুঁজে পাওয়া যায় না । যদিও শেষে অবরোধ তুলে নেন DSO কর্মীরা ।
DSO -এর মাথাভাঙা জ়োনাল কমিটির সম্পাদক মর্তুজা আলম বলেন, "পুজোর ছুটি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ভোটের কারণে স্কুল অনেকদিন ছুটি থাকে । তার উপর গ্রীষ্মের ছুটি দু’মাস দেওয়া হলে পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড ভেঙে যাবে । তাই সরকারি নির্দেশিকার বিরোধিতা করে পথ অবরোধ করা হয় ।"