ETV Bharat / state

বরাদ্দের তুলনায় কম রেশন, মেখলিগঞ্জে ডিলারকে শোকজ় - কোচবিহারের খবর

রেশন ডিলারের বিরুদ্ধে নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ । যার জেরে রেশন দেওয়া বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । পরিস্থিতি খতিয়ে দেখে রেশন ডিলারকে শোকজ় করে পুলিশ ।

coochbehar
মেখলিগঞ্জ
author img

By

Published : Apr 3, 2020, 9:47 AM IST

মেখলিগঞ্জ, 3 এপ্রিল : লকডাউনের বাজারে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য বিনামূূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছিল রেশন । কিন্তু রেশন দেওয়া হলেও সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী মিলছে না বলে অভিযোগ ওঠে কোচবিহারের মেখলিগঞ্জে । অভিযোগ পেয়েই রেশন ডিলারকে শোকজ় করল পুলিশ ।

কোরোনার যাবতীয় নির্দেশিকা মেনে রেশন চালু করা হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম দেওয়ার অভিযোগ উঠল । সঙ্গে বৈধ কোনও রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এরপরই গতকাল রেশন দেওয়া বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ এবং মেখলিগঞ্জ মহকুমা খাদ্য নিয়ামক রফিকুল ইসলাম । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, পুলিশ আসার পর দ্রুত দোকানের সামনে সরকারি নির্দেশে বরাদ্দের তালিকা টাঙিয়ে দেওয়া হয় । যাদের কম খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তাদের পুনরায় দেওয়ার কাজ শুরু হয় ।

কিন্তু রেশন দোকানের দাবি, মেশিন খারাপ হওয়ায় স্লিপ দেওয়া যাচ্ছে না । বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরে জানিয়েছে তারা । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে শোকজ় করা হয় ওই রেশন ডিলারকে । এবিষয়ে মহকুমা খাদ্য নিয়ামক রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েই এলাকায় যান । গ্রাহক এবং র‍েশন দোকানের মালিকের সঙ্গেও কথা বলেন । রেশন দোকানের মালিককে এবিষয়ে কারণ দেখাতে বলা হয়েছে ।

মেখলিগঞ্জ, 3 এপ্রিল : লকডাউনের বাজারে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য বিনামূূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছিল রেশন । কিন্তু রেশন দেওয়া হলেও সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী মিলছে না বলে অভিযোগ ওঠে কোচবিহারের মেখলিগঞ্জে । অভিযোগ পেয়েই রেশন ডিলারকে শোকজ় করল পুলিশ ।

কোরোনার যাবতীয় নির্দেশিকা মেনে রেশন চালু করা হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম দেওয়ার অভিযোগ উঠল । সঙ্গে বৈধ কোনও রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এরপরই গতকাল রেশন দেওয়া বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ এবং মেখলিগঞ্জ মহকুমা খাদ্য নিয়ামক রফিকুল ইসলাম । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, পুলিশ আসার পর দ্রুত দোকানের সামনে সরকারি নির্দেশে বরাদ্দের তালিকা টাঙিয়ে দেওয়া হয় । যাদের কম খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তাদের পুনরায় দেওয়ার কাজ শুরু হয় ।

কিন্তু রেশন দোকানের দাবি, মেশিন খারাপ হওয়ায় স্লিপ দেওয়া যাচ্ছে না । বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরে জানিয়েছে তারা । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে শোকজ় করা হয় ওই রেশন ডিলারকে । এবিষয়ে মহকুমা খাদ্য নিয়ামক রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েই এলাকায় যান । গ্রাহক এবং র‍েশন দোকানের মালিকের সঙ্গেও কথা বলেন । রেশন দোকানের মালিককে এবিষয়ে কারণ দেখাতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.