ETV Bharat / state

TMC-BJP: জুয়ার আসরে ‘বন্ধু’ তৃণমূল-বিজেপি, গ্রেফতার 5 অভিযুক্ত

author img

By

Published : Nov 19, 2022, 10:57 PM IST

মেখলিগঞ্জে জুয়ার আসর থেকে তৃণমূল নেতা ও বিজেপির মণ্ডল সভাপতি -সহ 5 জনকে গ্রেফতার করল পুলিশ (police arrest 5 accused to Gambling)

Police Arrest
ETV Bharat

কোচবিহার, 19 নভেম্বর: জুয়ার আসর থেকে গ্রেফতার 5 (police arrest 5 accused Gambling case in cooch Beha) ৷ ধৃতররা হলেন তন্ময় শুত্রধর, আশেকার রহমান, শ্যামল বর্মন, সুশান্ত রায়, ও মৃত্যুঞ্জয় রায় । গোপন সূত্রে জুয়া আসরের খবর পেয়ে শনিবার সন্ধ্যায় কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ মেখলিগঞ্জ পার্ক এলাকায় অভিযান চালায় ৷ সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃতদের কাছ থেকে প্রায় 7,500 টাকা উদ্ধার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা শুরু হয়েছে,আরও তদন্ত চলছে। অভিযুক্ত আশেকার রহমান বিজেপির মেখলিগঞ্জ এলাকার শহরমণ্ডলের সভাপতি, বিজেপি শহর মণ্ডল ও যুব মোর্চা সভাপতি তন্ময় সূত্রধর, তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় রায় ।

পুলিশ সূত্রে খবর, এদিন ওই এলাকার তৃণমূল ও বিজেপি নেতারা এক সঙ্গে জুয়া খেলছিল। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তাদেরকে তুলে নিয়ে আসে থানায়। পরে তাদের গ্রেফতার করে ৷ রাজনৈতিকভাবে তৃণমূল ও বিজেপি বিরোধী শিবির ৷ অথচ জুয়ার আসরে দুই শিবিরের স্থানীয় নেতার এক সঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে ৷ যদিও এই নিয়ে দুই দলের কোনও নেতা মুখ খোলেননি ৷

কোচবিহার, 19 নভেম্বর: জুয়ার আসর থেকে গ্রেফতার 5 (police arrest 5 accused Gambling case in cooch Beha) ৷ ধৃতররা হলেন তন্ময় শুত্রধর, আশেকার রহমান, শ্যামল বর্মন, সুশান্ত রায়, ও মৃত্যুঞ্জয় রায় । গোপন সূত্রে জুয়া আসরের খবর পেয়ে শনিবার সন্ধ্যায় কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ মেখলিগঞ্জ পার্ক এলাকায় অভিযান চালায় ৷ সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃতদের কাছ থেকে প্রায় 7,500 টাকা উদ্ধার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা শুরু হয়েছে,আরও তদন্ত চলছে। অভিযুক্ত আশেকার রহমান বিজেপির মেখলিগঞ্জ এলাকার শহরমণ্ডলের সভাপতি, বিজেপি শহর মণ্ডল ও যুব মোর্চা সভাপতি তন্ময় সূত্রধর, তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় রায় ।

পুলিশ সূত্রে খবর, এদিন ওই এলাকার তৃণমূল ও বিজেপি নেতারা এক সঙ্গে জুয়া খেলছিল। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তাদেরকে তুলে নিয়ে আসে থানায়। পরে তাদের গ্রেফতার করে ৷ রাজনৈতিকভাবে তৃণমূল ও বিজেপি বিরোধী শিবির ৷ অথচ জুয়ার আসরে দুই শিবিরের স্থানীয় নেতার এক সঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে ৷ যদিও এই নিয়ে দুই দলের কোনও নেতা মুখ খোলেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.