ETV Bharat / state

Water Supply : পানীয় জল পৌঁছে দিতে 'স্বজল গ্রাম প্রকল্প' চালু হবে কোচবিহারে - Water Supply

গ্রামের প্রতি বাড়িতে পানীয় জল পৌছে দিতে উদ্যোগ নিল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর (PHED take water supply project) ৷ কোচবিহার জেলার 117টি গ্রামে পানীয় জল পৌঁছবে 'সজল গ্রাম প্রকল্প'-র মাধ্যমে ৷

drinking water
পানীয় জল পরিষবা চালু হবে
author img

By

Published : May 13, 2022, 7:36 PM IST

কোচবিহার, 13 মে : 'স্বজল গ্রাম প্রকল্প'-র দ্বারা কোচবিহার জেলার 117টি গ্রামে পানীয় জল পৌঁছবে। তার জন্য 38 কোটি টাকার ডিপিআর তৈরি করেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHED take water supply project) । সবকিছু ঠিকঠাক থাকলে আগামি মাসেই কাজ শুরু হবে।

কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি তথা ডিস্ট্রিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিশনের চেয়ারম্যান উমাকান্ত বর্মন বলেন, "সমস্ত কাজ দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।" জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় বর্তমানে 1 হাজার 183টি গ্রাম রয়েছে। তারমধ্যে বেশকিছু গ্রামে 'জলস্বপ্ন প্রকল্প'-র মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে। আরও বেশকিছু গ্রামে এখনও কাজ চলছে। পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে শুরু হয়েছে 'স্বজল গ্রাম প্রকল্প'। এই প্রকল্পের আওতায় 100-র বেশি পরিবার রয়েছে ৷ জেলার 185টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : বউবাজারে বাড়ির ফাটলের জন্য দায়ী সুড়ঙ্গে জলের প্রবেশ, জানাল কেএমআরসিএল

কিন্তু পরবর্তীতে সমীক্ষা চালাতে গিয়ে দেখা যায় যে ইতিমধ্যেই বেশকিছু গ্রাম নদীগর্ভে চলে গিয়েছে। আর বেশকিছু গ্রামে একশোর বেশি পরিবার নেই। সেইসব গ্রামগুলোকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর ডিপিআর তৈরি করা হয়। এবার সেই ডিপিআর রাজ্যে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে এলেই কাজ শুরু হবে।

কোচবিহার, 13 মে : 'স্বজল গ্রাম প্রকল্প'-র দ্বারা কোচবিহার জেলার 117টি গ্রামে পানীয় জল পৌঁছবে। তার জন্য 38 কোটি টাকার ডিপিআর তৈরি করেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHED take water supply project) । সবকিছু ঠিকঠাক থাকলে আগামি মাসেই কাজ শুরু হবে।

কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি তথা ডিস্ট্রিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিশনের চেয়ারম্যান উমাকান্ত বর্মন বলেন, "সমস্ত কাজ দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।" জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় বর্তমানে 1 হাজার 183টি গ্রাম রয়েছে। তারমধ্যে বেশকিছু গ্রামে 'জলস্বপ্ন প্রকল্প'-র মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে। আরও বেশকিছু গ্রামে এখনও কাজ চলছে। পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে শুরু হয়েছে 'স্বজল গ্রাম প্রকল্প'। এই প্রকল্পের আওতায় 100-র বেশি পরিবার রয়েছে ৷ জেলার 185টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : বউবাজারে বাড়ির ফাটলের জন্য দায়ী সুড়ঙ্গে জলের প্রবেশ, জানাল কেএমআরসিএল

কিন্তু পরবর্তীতে সমীক্ষা চালাতে গিয়ে দেখা যায় যে ইতিমধ্যেই বেশকিছু গ্রাম নদীগর্ভে চলে গিয়েছে। আর বেশকিছু গ্রামে একশোর বেশি পরিবার নেই। সেইসব গ্রামগুলোকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর ডিপিআর তৈরি করা হয়। এবার সেই ডিপিআর রাজ্যে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে এলেই কাজ শুরু হবে।

For All Latest Updates

TAGGED:

Water Supply
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.