ETV Bharat / state

পরেশের মন্ত্রিত্বে খুশি মেখলিগঞ্জ - শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী

মমতা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ৷ তাঁর এই সাফল্যে খুশি এলাকাবাসী ৷ উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় কর্মী ও সমর্থকরাও ৷

wb_cob_01_mantri holen paresh chandra adhikari_wb10019
পরেশের মন্ত্রিত্বে খুশি মেখলিগঞ্জ
author img

By

Published : May 10, 2021, 7:18 PM IST

কোচবিহার, 10 মে : বাম আমলে খাদ্য মন্ত্রী ছিলেন তিনি ৷ দল বদলে তৃণমূলে এসে এবার শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ৷ আর তাই খুশিতে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা ৷ সোমবার রাজ ভবনে শপথ নেন পরেশ ৷ উল্লেখ্য, কোচবিহারের যে দু’টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, তার মধ্যে একটি হল মেখলিগঞ্জ এবং অন্যটি সিতাই ৷

এদিন মন্ত্রী পদে পরেশ অধিকারী শপথ নেওয়ার পরই আনন্দে মেতে ওঠেন মেখলিগঞ্জের তৃণমূল কর্মী ও সমর্থকর ৷

উনিশের লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরেশ অধিকারী ৷ উনিশের ভোটে কোচবিহার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ যদিও সেবা পরাজিত হন পরেশ ৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৷ পেয়েছেন মন্ত্রীত্বও ৷ এতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরেশের অনুগামীরা ৷

তবে নতুন দলে এসে বিধায়ক ও মন্ত্রী হওয়ার আগেও একাধিক দায়িত্ব ও পদ সামলাতে হয়েছে পরেশকে ৷ চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন তিনি ৷ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান পদে রয়েছেন পরেশ ৷

আরও পড়ুন : বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায়

মেখলিগঞ্জ শহরের তৃণমূল নেতা বিষ্ণুপদ ঘোষ জানিয়েছেন, ‘‘পরেশচন্দ্র অধিকারী মন্ত্রী হয়েছেন ৷ এতে আমি এবং দলের সবাই খুব খুশি ৷’’

মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় রায় বলেন, ‘‘পরেশবাবু প্রতিমন্ত্রী হয়েছেন ৷ এরপর মেখলিগঞ্জ তথা গোটা উত্তরবঙ্গের উন্নয়ন আরও এগিয়ে যাবে ৷’’

আর পরেশ নিজে জানিয়েছেন, ‘‘জনগণের আশীর্বাদে ধন্য হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলাম ৷ আমি মানুষের পাশে থেকে কাজ করে যাব ৷’’

কোচবিহার, 10 মে : বাম আমলে খাদ্য মন্ত্রী ছিলেন তিনি ৷ দল বদলে তৃণমূলে এসে এবার শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ৷ আর তাই খুশিতে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা ৷ সোমবার রাজ ভবনে শপথ নেন পরেশ ৷ উল্লেখ্য, কোচবিহারের যে দু’টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, তার মধ্যে একটি হল মেখলিগঞ্জ এবং অন্যটি সিতাই ৷

এদিন মন্ত্রী পদে পরেশ অধিকারী শপথ নেওয়ার পরই আনন্দে মেতে ওঠেন মেখলিগঞ্জের তৃণমূল কর্মী ও সমর্থকর ৷

উনিশের লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরেশ অধিকারী ৷ উনিশের ভোটে কোচবিহার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ যদিও সেবা পরাজিত হন পরেশ ৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৷ পেয়েছেন মন্ত্রীত্বও ৷ এতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরেশের অনুগামীরা ৷

তবে নতুন দলে এসে বিধায়ক ও মন্ত্রী হওয়ার আগেও একাধিক দায়িত্ব ও পদ সামলাতে হয়েছে পরেশকে ৷ চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন তিনি ৷ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান পদে রয়েছেন পরেশ ৷

আরও পড়ুন : বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায়

মেখলিগঞ্জ শহরের তৃণমূল নেতা বিষ্ণুপদ ঘোষ জানিয়েছেন, ‘‘পরেশচন্দ্র অধিকারী মন্ত্রী হয়েছেন ৷ এতে আমি এবং দলের সবাই খুব খুশি ৷’’

মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় রায় বলেন, ‘‘পরেশবাবু প্রতিমন্ত্রী হয়েছেন ৷ এরপর মেখলিগঞ্জ তথা গোটা উত্তরবঙ্গের উন্নয়ন আরও এগিয়ে যাবে ৷’’

আর পরেশ নিজে জানিয়েছেন, ‘‘জনগণের আশীর্বাদে ধন্য হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলাম ৷ আমি মানুষের পাশে থেকে কাজ করে যাব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.