ETV Bharat / state

গোরু পাচারের জন্য নষ্ট ফসল, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি - কোচবিহার সীমান্ত

সীমান্ত দিয়ে গোরু পাচারের জন্য ফসল নষ্ট হচ্ছে ৷ BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের কাছে অভিযোগ জানান সীমান্তের কৃষকরা৷ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

cow-smaglling
সীমান্তে গোরু পাচার
author img

By

Published : Jan 23, 2020, 9:37 PM IST

কোচবিহার, 23 জানুয়ারি : সীমান্ত দিয়ে গোরু পাচারের জন্য ফসল নষ্ট করার অভিযোগ উঠল পাচারকারীদের বিরুদ্ধে ৷ সীমান্তের কৃষকদের অভিযোগ, মাঝেমধ্যেই পারারকারীরা সীমান্ত গিয়ে গোরু পাচার করে৷ সে সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার ফলে ফসল নষ্ট হয় ৷ তাই অবিলম্বে গোরু পাচার বন্ধের দাবিতে BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের অভিযোগ জানান সীমান্তের কৃষকরা ৷ তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

কোচবিহারের বক্সিরহাট থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এই সীমান্তের অধিকাংশ এলাাকতে কাঁটাতারের বেড়া দেওয়া থাকলেও কিছু কিছু এলাকায় সীমানাগত সমস্যার কারণে এবং নদী থাকার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ স্থানীয়দের বক্তব্য, বেড়া না থাকার সুযোগে ওইসব এলাকায় অবাধে গোরু পাচার করে পাচারকারীরা ৷ শীতকালে কুয়াশার সুযোগে এই পাচারের ঘটনা আরও বেশি বাড়ে ৷ মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাইতে BSF-এর সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয় ৷ তাতে পাচারকারীর মৃত্যুও হয় ৷

মেখলিগঞ্জের লোথামারি গ্রানের কৃষকদের অভিযোগ, সীমান্ত দিয়ে গোরু পাচারের সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার সময় জমির ফসল নষ্ট হয় ৷ তাই পাচার বন্ধের দাবি জানানো হয়েছে BSF-এর কাছে ৷ যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে৷ BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের কম্পানি কমান্ডার বি এন সাহু বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷

কোচবিহার, 23 জানুয়ারি : সীমান্ত দিয়ে গোরু পাচারের জন্য ফসল নষ্ট করার অভিযোগ উঠল পাচারকারীদের বিরুদ্ধে ৷ সীমান্তের কৃষকদের অভিযোগ, মাঝেমধ্যেই পারারকারীরা সীমান্ত গিয়ে গোরু পাচার করে৷ সে সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার ফলে ফসল নষ্ট হয় ৷ তাই অবিলম্বে গোরু পাচার বন্ধের দাবিতে BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের অভিযোগ জানান সীমান্তের কৃষকরা ৷ তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

কোচবিহারের বক্সিরহাট থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এই সীমান্তের অধিকাংশ এলাাকতে কাঁটাতারের বেড়া দেওয়া থাকলেও কিছু কিছু এলাকায় সীমানাগত সমস্যার কারণে এবং নদী থাকার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ স্থানীয়দের বক্তব্য, বেড়া না থাকার সুযোগে ওইসব এলাকায় অবাধে গোরু পাচার করে পাচারকারীরা ৷ শীতকালে কুয়াশার সুযোগে এই পাচারের ঘটনা আরও বেশি বাড়ে ৷ মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাইতে BSF-এর সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয় ৷ তাতে পাচারকারীর মৃত্যুও হয় ৷

মেখলিগঞ্জের লোথামারি গ্রানের কৃষকদের অভিযোগ, সীমান্ত দিয়ে গোরু পাচারের সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার সময় জমির ফসল নষ্ট হয় ৷ তাই পাচার বন্ধের দাবি জানানো হয়েছে BSF-এর কাছে ৷ যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে৷ BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের কম্পানি কমান্ডার বি এন সাহু বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷

Intro:কোচবিহার ঃ সীমান্ত দিয়ে গোরু পাচারের সময় ফসল নষ্ট করার অভিযোগ উঠল পাচারকারীদের বিরুদ্ধে। সীমান্তের কৃষকদের অভিযোগ মাঝেমধ্যেই পাচারকারীরা সীমান্ত দিয়ে গোরু পাচার করে। সে সময় জমির উপর দিয়ে গোরু নিয়ে যাওয়ার ফলে ফসল নষ্ট হয় তাই অবিলম্বে গোরু পাচারের বন্ধের দাবিতে বিএসএফের 148 নম্বর ব্যাটালিয়নের অভিযোগ জানান সীমান্তে কৃষকরা। তাদের বক্তব্য অবিলম্বে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
জানা গিয়েছে, কোচবিহারের বক্সিরহাট থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার ভারত- বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই সীমান্তের অধিকাংশ এলাকাতে কাঁটাতারের বেড়া দেওয়া থাকলেও কিছু কিছু এলাকায় সীমানাগত সমস্যার কারণে এবং নদী থাকার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি । আর বেড়া না থাকার সুযোগে ওইসব এলাকায় গোরু পাচার করে পাচারকারীরা। শীতকালে কুয়াশার সুযোগে এই পাচারের ঘটনা আরও বেশি বাড়ে। মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাইতে বিএসএফের সঙ্গে পাচারকারীদের জনতার খণ্ডযুদ্ধ হয় পাচারকারীদের খণ্ডযুদ্ধ হয়। পরবর্তীতে ওই পাচারকারীর মৃত্যু হয়। এরমধ্যে মেখলিগঞ্জের লোথামারি গ্রামের কৃষকদের অভিযোগ, সীমান্ত দিয়ে গরু পাচারের সময় জমির উপর দিয়ে গরু নিয়ে যাওয়া হয় সে সময় জমির ফসল নষ্ট হয় তাই পাচার বন্ধের দাবি জানানো হয়েছে বিএসএফের কাছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে। বি এস এফের ১৪৮ নম্বর ব্যাটেলিয়ন এর কোম্পানি কমান্ডার বি এন সাহু বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হবে। # Body:wb_crb_01_border_farmer_7205341Conclusion:wb_crb_01_border_farmer_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.