কোচবিহার, 17 অগস্ট : জেলা তৃণমূলে রদবদল হতেই গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক শাসকদলের কর্মীর ৷ সোমবার রাতে কোচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দেওরহাট বাজারে ওই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে । ঘটনায় অন্ততপক্ষে 5 জন জখম হয়েছেন । এঁদের মধ্যে বক্কজ মিঁয়া নামে এক তৃণমূল কর্মীকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।
কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের । প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং সদ্য প্রাক্তন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরোধ গত এক বছরে চরম আকার ধারণ করেছে । দফায় দফায় বিভিন্ন এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এর মধ্যে গতকাল কোচবিহার জেলা তৃণমূলের ব্যাপক রদবদল করা হয় । জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থপ্রতিম রায়কে । কোচবিহার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে জেলা তৃণমূল যুবর সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে কোচবিহার শহর তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় । রবীন্দ্রনাথ ঘোষকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয় ।
আরও পড়ুন : BJP : পুলিশের বাধা, একটি কনভয় নিয়েই সুভাষ সরকারের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রা বিজেপির
এর পরই সন্ধের পর থেকে পুটিমারি-ফুলেশ্বরী এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ । লাঠি, বাটাম, বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা, পালটা হামলা চালায় । ঘটনায় কমপক্ষে 5 জন গুরুতর জখম হন । পরে একজন মারা যান ৷
স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে । এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "খোঁজ নিয়ে দেখছি ।" অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিক বলেন, "দুষ্কৃতী হামলায় ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ।" এ নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি । কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ।