দিনহাটা, 28 জুন: ফের গুলি চলল দিনহাটার গিতালদহে। মঙ্গলবার সকালের পর রাতে গিতালদহের ভোরাম গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন 6/287 নম্বর বুথের তৃণমূল প্রার্থী বিজলি খাতুনের ভাই সাহিনুর মিয়া। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গতকাল সকালে জারিধরলা গ্রামে গুলিকাণ্ডের পর রাতে ওই একই ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
তৃণমূলের গিতালদহ 1 নম্বর অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "বিজেপি ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।" যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, "অভিযোগ ভিত্তিহীন । তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।" ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। প্রসঙ্গত মঙ্গলবার ভোররাতে, দিনহাটার গিতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে 1 জনের। আহত হন 7 জন।
ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছিলেন, বিজেপি প্রতিবেশী রাষ্ট থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের ধারণা হয় দুস্কৃতীরা হামলা চালিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবি মিটিং চলছে। পাশাপাশি জারিধরলা গ্রামে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত একটি পুলিশ ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই মঙ্গলবার রাতে গিতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের খারিজা হরিদাস গ্রামের বিদায়ী প্রধান বিজলি খাতুনের বিবির ভাই সাহিনুর হককে লক্ষ্য করে গুলি চালানো হয়।
রাতে স্থানীয় এক বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তিনি ৷ সেসময়ই গুলি চালে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতা পার্থপ্রতীম রায় বলেন, "বিজেপি এই হামলা চালিয়েছে।" অপরদিকে, বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে।"
আরও পড়ুন: বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে হামলা বিজেপির, গিতালদহে গুলি চালনার ঘটনায় অভিযোগ উদয়নের