কোচবিহার, 11 জুন : কোচবিহার জেলায় ঘাঁটি গেড়েছে বেআইনি আধার কার্ড তৈরির চক্র ৷ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ । শুক্রবার হাজরাহাট-1 গ্রাম পঞ্চায়েতের সুঙসুঙি বাজার এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম সজল বর্মন । টাকার বিনিময়ে সে বেআইনি আধার কার্ড তৈরির কাজ করছিল বলে অভিযোগ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাজরাহাট -1 নং গ্রাম পঞ্চায়েতের সুঙসুঙি বাজার এলাকায় অবৈধভাবে চলছিল আধার কার্ড তৈরির কাজ । 20 বছরের সজল বর্মন নামে এক যুবক নিজের বাড়িতে বেআইনিভাবে বেশ কিছুদিন থেকে আধার কার্ডের কাজ করছিল ৷ গ্রাহকদের কাছ থেকে তার বিনিময়ে বেশি টাকা নিচ্ছিল বলেও অভিযোগ । খবর পেয়ে সজলের বাড়িতে অভিযান চালায় মাথাভাঙ্গা থানার পুলিশ ।
আরও পড়ুন : তুফানগঞ্জে খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ঘটনাস্থলে গিয়ে সজল বর্মন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ ৷ তার একটি ল্যাপটপ এবং বায়োমেট্রিকের দুটি যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে । এই চক্রে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ।