ETV Bharat / state

Arrest with firearms in Sitai : সিতাইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1 - One Arrest with firearms in Sitai

আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ (One Arrested with firearms) । ধৃতের নাম মিঠুন মিঁয়া ৷ ধৃতকে আগামী 8 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

One Arrest with firearms
One Arrest with firearms
author img

By

Published : Mar 27, 2022, 5:27 PM IST

দিনহাটা, 27 মার্চ : রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যজুড়ে বেআইনি বোমা -বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ (One Arrested with firearms) । ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতের নাম মিঠুন মিঁয়া ৷ বয়স 21 বছর ।

আরও পড়ুন : Elephant Dead in Rajganj : সবজি ক্ষেতের পাশে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে বন দফতর

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সিতাই থানার অন্তর্গত কেশরিবাড়ি গ্রাম থেকে মিঠুনকে পুলিশ অস্ত্র-সহ গ্রেফতার করে । তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে । এদিন ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় ।

আদালত ধৃতকে আগামী 8 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে । ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে পেল আগ্নেয়াস্ত্রগুলি, তা খতিয়ে দেখছে পুলিশ ।

দিনহাটা, 27 মার্চ : রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যজুড়ে বেআইনি বোমা -বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ (One Arrested with firearms) । ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতের নাম মিঠুন মিঁয়া ৷ বয়স 21 বছর ।

আরও পড়ুন : Elephant Dead in Rajganj : সবজি ক্ষেতের পাশে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে বন দফতর

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সিতাই থানার অন্তর্গত কেশরিবাড়ি গ্রাম থেকে মিঠুনকে পুলিশ অস্ত্র-সহ গ্রেফতার করে । তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে । এদিন ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় ।

আদালত ধৃতকে আগামী 8 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে । ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে পেল আগ্নেয়াস্ত্রগুলি, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.