কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : তান্ত্রিক সেজে সোনার হার চুরি করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন আমলাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের। খবর পেয়ে ঘটনাস্থান থেকে একজনকে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ। অন্যজন পলাতক।
স্থানীয় সূত্রে খবর, ধৃত ব্যক্তি তান্ত্রিক সেজে এলাকার বাসিন্দা খোকন মিত্রের বাড়ি যায়। তার সঙ্গে আরও একজন ছিল। তারা বিহারের পাটনার বাসিন্দা। এই দুই ব্যক্তি খোকনবাবুর বাড়িতে গিয়ে এক মহিলাকে জানায় যে তারা চালের মধ্যে মন্ত্র জপে সোনার ওজন বাড়িয়ে দিতে পারে। সেই কথা মতো ওই মহিলা চাল এনে দেন। এবং সেখানে নিজের গলা থেকে সোনার হারটি খুলে রাখেন। এরপর ওই দুষ্কৃতীরা চালের মধ্যে মন্ত্র দিয়ে সোনার ওজন বাড়ানোর নাম করে হারটি সরিয়ে নেয়। আর মহিলাকে বলে, তিনি যেন এখন সেই পাত্রের ঢাকনাটি না খোলেন। আর তাতেই সন্দেহ হয় ওই মহিলার। তিনি তৎক্ষণাৎ সেই ঢাকনাটি খুলে দেখেন সেখানে তাঁর গলার হারটি নেই।
বিপদ বুঝে মহিলাটি চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে একজনকে হাতেনাতে ধরে ফেলে। বিপদ বুঝে অন্যজন পালিয়ে যায়। অভিযুক্তকে স্থানীয়রা গণধোলাই দিলে সে সোনার হারটি ফিরিয়ে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এই ধৃত ব্যক্তির সঙ্গে আর কারা এই কাজে যুক্ত রয়েছে, তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।