ETV Bharat / state

দিনহাটায় টোটোচালক খুনের ঘটনায় গ্রেফতার 1 - দিনহাটায় টোটোচালক খুন

11 মে রাতে খুন হন গোসানিমারি এলাকার এক টোটোচালক ৷ এই ঘটনার প্রায় সাত থেকে আট দিনের মাথায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে ৷

দিনহাটায় টোটোচালক খুনের ঘটনায় গ্রেফতার 1
দিনহাটায় টোটোচালক খুনের ঘটনায় গ্রেফতার 1
author img

By

Published : May 20, 2021, 8:08 PM IST

কোচবিহার, 20 মে : সিংঙ্গিমারী নদীর চরে টোটোচালক খুনের প্রায় সাতদিনের মাথায় তদন্তের কিনারা করল পুলিশ । ঘটনায় গৌতম সরকার বলে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । পুলিশের দাবি, অভিযুক্ত গৌতম সরকার খুনের কথা স্বীকার করেছে ৷ দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, ‘‘অভিযুক্ত গৌতম সরকারের ছ‘দিনের পুলিশি হেফাজত হয়েছে । তাকে নিয়ে আজ ঘটনার পুননির্মাণ করা হয়।’’

জানা গিয়েছে, গোসানিমারি এলাকার টোটোচালক মফিজ মিঁয়া টোটো চালানোর পাশাপাশি সুদের ব্যবসা করতেন । তাঁর কাছে প্রায় সময়ই থেকে হাজার হাজার টাকা থাকত । এছাড়া নদীর চরে যে বেআইনি গাঁজা চাষ হত, সেগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়ার কাজ করতেন তিনি । 11 মে রাতে অভিযুক্ত গৌতম সরকার তাঁকে জানায় যে তার কিছু গাঁজা লাগবে । এরপর তাঁরা দু‘জনে নদীর চরে যান । সেখানে ওই অটোচালককে গলা টিপে খুন করে দেহ ফেলে রেখে টোটো নিয়ে পালিয়ে যায় গৌতম ।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল

পরবর্তীতে ওই টোটো বিক্রি করতে গেলে পুলিশের কাছে খবর পৌঁছায় । পুলিশ ফাঁদ পেতে অভিযুক্তকে ধরে ফেলে । অভিযুক্ত গৌতম সরকারকে নিয়ে আজ আজ ঘটনার পুননির্মাণ করা হয় ।

কোচবিহার, 20 মে : সিংঙ্গিমারী নদীর চরে টোটোচালক খুনের প্রায় সাতদিনের মাথায় তদন্তের কিনারা করল পুলিশ । ঘটনায় গৌতম সরকার বলে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । পুলিশের দাবি, অভিযুক্ত গৌতম সরকার খুনের কথা স্বীকার করেছে ৷ দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, ‘‘অভিযুক্ত গৌতম সরকারের ছ‘দিনের পুলিশি হেফাজত হয়েছে । তাকে নিয়ে আজ ঘটনার পুননির্মাণ করা হয়।’’

জানা গিয়েছে, গোসানিমারি এলাকার টোটোচালক মফিজ মিঁয়া টোটো চালানোর পাশাপাশি সুদের ব্যবসা করতেন । তাঁর কাছে প্রায় সময়ই থেকে হাজার হাজার টাকা থাকত । এছাড়া নদীর চরে যে বেআইনি গাঁজা চাষ হত, সেগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়ার কাজ করতেন তিনি । 11 মে রাতে অভিযুক্ত গৌতম সরকার তাঁকে জানায় যে তার কিছু গাঁজা লাগবে । এরপর তাঁরা দু‘জনে নদীর চরে যান । সেখানে ওই অটোচালককে গলা টিপে খুন করে দেহ ফেলে রেখে টোটো নিয়ে পালিয়ে যায় গৌতম ।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল

পরবর্তীতে ওই টোটো বিক্রি করতে গেলে পুলিশের কাছে খবর পৌঁছায় । পুলিশ ফাঁদ পেতে অভিযুক্তকে ধরে ফেলে । অভিযুক্ত গৌতম সরকারকে নিয়ে আজ আজ ঘটনার পুননির্মাণ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.