ETV Bharat / state

রাজ্যপাল পরিদর্শনে আসতেই ঘরে ফিরল বিজেপি সমর্থক 70টি পরিবার

গতকাল ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের দেখতে কোচবিহার সফরের সিদ্ধান্ত নেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যা প্রোটোকল বিরোধী বলে রাজ্যপালকে কড়া চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও আজ কথা মতো শীতলকুচিতে যান রাজ্যপাল ৷

on-governors-tour-of-coochbehar-70-pro-bjp-families-returned-home
on-governors-tour-of-coochbehar-70-pro-bjp-families-returned-home
author img

By

Published : May 13, 2021, 7:32 PM IST

Updated : May 13, 2021, 7:37 PM IST

কোচবিহার, 13 মে: কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের ছোট খাটের বাড়ির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল চন্দ্র বর্মণ, শীতলকুচি কেন্দ্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মণ, মালতি রাভা প্রমুখ । রাজ্যপাল পরিদর্শনে আসতেই বাড়ি ফিরল ঘরছাড়া 70 টি বিজেপি সমর্থক পরিবার ৷

ভোটের পরেও রাজ্য রাজ্যনীতির কেন্দ্রে কোচবিহার ৷

বিধানসভা নির্বাচনে অশান্তির কেন্দ্র ছিল কোচবিহারের শীতলকুচি ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের ৷ ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মারা যায় আরও এক যুবক ৷ যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় মৃতদের পরিবারে সঙ্গে দেখা করেন তিনি ৷ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ সম্প্রতি কথা মতো নিয়োগপত্র দিয়েছে রাজ্য সরকার ৷ এরই মধ্যে গতকাল ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের দেখতে কোচবিহার সফরের সিদ্ধান্ত নেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যা প্রোটোকল বিরোধী বলে রাজ্যপালকে কড়া চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালও পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেন, তিনি সংবিধান মেনেই যা করার করছেন ৷

আরও পড়ুন: সংবিধান মেনে যা করার করব, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি রাজ্যপালের

বৃহস্পতিবার কথা মতো মাথাভাঙা 1 নম্বর ব্লকের ছোট খাটের বাড়ির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল । এই এলাকার 70টি বাড়িতে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর চলে ৷ আতঙ্কে ঘরছাড়া হয় পরাডুবি অঞ্চলের পরিবারগুলি ৷ সেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে আজ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে দেখে তাঁদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন । বৃহস্পতিবার রাজ্যপাল পরিদর্শনে আসতেই বাড়ি ফিরল ঘরছাড়া 70টি বিজেপি সমর্থক পরিবার ৷

কোচবিহার, 13 মে: কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের ছোট খাটের বাড়ির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল চন্দ্র বর্মণ, শীতলকুচি কেন্দ্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মণ, মালতি রাভা প্রমুখ । রাজ্যপাল পরিদর্শনে আসতেই বাড়ি ফিরল ঘরছাড়া 70 টি বিজেপি সমর্থক পরিবার ৷

ভোটের পরেও রাজ্য রাজ্যনীতির কেন্দ্রে কোচবিহার ৷

বিধানসভা নির্বাচনে অশান্তির কেন্দ্র ছিল কোচবিহারের শীতলকুচি ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের ৷ ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মারা যায় আরও এক যুবক ৷ যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় মৃতদের পরিবারে সঙ্গে দেখা করেন তিনি ৷ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ সম্প্রতি কথা মতো নিয়োগপত্র দিয়েছে রাজ্য সরকার ৷ এরই মধ্যে গতকাল ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের দেখতে কোচবিহার সফরের সিদ্ধান্ত নেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যা প্রোটোকল বিরোধী বলে রাজ্যপালকে কড়া চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালও পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেন, তিনি সংবিধান মেনেই যা করার করছেন ৷

আরও পড়ুন: সংবিধান মেনে যা করার করব, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি রাজ্যপালের

বৃহস্পতিবার কথা মতো মাথাভাঙা 1 নম্বর ব্লকের ছোট খাটের বাড়ির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল । এই এলাকার 70টি বাড়িতে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর চলে ৷ আতঙ্কে ঘরছাড়া হয় পরাডুবি অঞ্চলের পরিবারগুলি ৷ সেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে আজ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে দেখে তাঁদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন । বৃহস্পতিবার রাজ্যপাল পরিদর্শনে আসতেই বাড়ি ফিরল ঘরছাড়া 70টি বিজেপি সমর্থক পরিবার ৷

Last Updated : May 13, 2021, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.