ETV Bharat / state

Coochbehar : জলপাইগুড়ি, মালদার পর কোচবিহার; জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে - কোচবিহারে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশু

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণত 60 থেকে 70টি শিশু চিকিৎসাধীন থাকে । তবে জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো হঠাৎ করে জ্বর সর্দি-কাশি নিয়ে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে কোচবিহারেও । গোটা জেলায় এখনও পর্যন্ত 113 জন ভর্তি রয়েছে ।

কোচবিহার
কোচবিহার
author img

By

Published : Sep 16, 2021, 4:05 PM IST

কোচবিহার, 16 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে ৷ প্রথমে জলপাইগুড়ি ৷ তারপর একে একে দার্জিলিং, শিলিগুড়ি, মালদা ৷ কোচবিহারেও একই পরিস্থিতি ৷ বুধবার পর্যন্ত কোচবিহারে 113 শিশু জ্বরে আক্রান্ত । এর মধ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে 90 জন শিশু ভর্তি রয়েছে । দুই একজন বাদে প্রায় প্রতিটি শিশুরই ভাইরাল জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়া হয়েছে ৷ কোচবিহার মেডিকেলের এমএসভিপি রাজীবপ্রসাদ বলেন, "কোচবিহারের মেডিকেলের শিশু রোগীর সংখ্যা বেড়েছে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।"

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণত 60 থেকে 70টি শিশু চিকিৎসাধীন থাকে । তবে জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো হঠাৎ করে জ্বর সর্দি-কাশি নিয়ে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে কোচবিহারেও । গোটা জেলায় এখনও পর্যন্ত 113 জন ভর্তি রয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলার প্রতিটি হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করেছেন কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস ।

আরও পড়ুন, Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

এদিন তিনি বলেন, "রোগীর সংখ্যা খুব বেশি নয় । এই মরশুমে শিশুরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয় । পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।" তবে বেড অনুপাতে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে আক্রান্ত শিশুর পরিবারদের । একই বেডে দু‘জন করে থাকতে হচ্ছে । কোচবিহার মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, আগে সাধারণত প্রতিদিন বহির্বিভাগে 250-300 জন শিশু এলেও এখন গড়ে 400-র বেশি শিশু জ্বর সহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসছে ।

কোচবিহার, 16 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে ৷ প্রথমে জলপাইগুড়ি ৷ তারপর একে একে দার্জিলিং, শিলিগুড়ি, মালদা ৷ কোচবিহারেও একই পরিস্থিতি ৷ বুধবার পর্যন্ত কোচবিহারে 113 শিশু জ্বরে আক্রান্ত । এর মধ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে 90 জন শিশু ভর্তি রয়েছে । দুই একজন বাদে প্রায় প্রতিটি শিশুরই ভাইরাল জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়া হয়েছে ৷ কোচবিহার মেডিকেলের এমএসভিপি রাজীবপ্রসাদ বলেন, "কোচবিহারের মেডিকেলের শিশু রোগীর সংখ্যা বেড়েছে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।"

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণত 60 থেকে 70টি শিশু চিকিৎসাধীন থাকে । তবে জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো হঠাৎ করে জ্বর সর্দি-কাশি নিয়ে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে কোচবিহারেও । গোটা জেলায় এখনও পর্যন্ত 113 জন ভর্তি রয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলার প্রতিটি হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করেছেন কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস ।

আরও পড়ুন, Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

এদিন তিনি বলেন, "রোগীর সংখ্যা খুব বেশি নয় । এই মরশুমে শিশুরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয় । পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।" তবে বেড অনুপাতে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে আক্রান্ত শিশুর পরিবারদের । একই বেডে দু‘জন করে থাকতে হচ্ছে । কোচবিহার মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, আগে সাধারণত প্রতিদিন বহির্বিভাগে 250-300 জন শিশু এলেও এখন গড়ে 400-র বেশি শিশু জ্বর সহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.