ETV Bharat / state

কোচবিহার রাসমেলায় উদ্বোধকের তালিকা থেকে বাদ রবীন্দ্রনাথ ঘোষ

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম, কোচবিহার রাসমেলার উদ্বোধন করলেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । রাসমেলার উদ্বোধকের তালিকায় তাঁর নাম না থাকায় তৈরি হয়েছে বিতর্ক । তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি । পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহের মতে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কারণে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয় কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে। তবে মেলার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ।

কোচবিহার রাসমেলা
author img

By

Published : Nov 11, 2019, 10:18 PM IST

কোচবিহার, 11 নভেম্বর : কোচবিহার রাসমেলার উদ্বোধন করলেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধকের বদলে মেলার প্রধান অতিথি হিসেবে তিনি আমন্ত্রিত থাকায় তৈরি হয়েছে বিতর্ক । রাজনৈতিক মহলের অভিমত, তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরোধিতার কারণেই উদ্বোধক হিসাবে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি।

Coochbehar Rasmela
কোচবিহার রাসমেলা আমন্ত্রণপত্র

সোমবারে কোচবিহার মদনমোহন বাড়িতে দেবোত্তর ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, রাসচক্র ঘুরিয়ে 207 বছরের প্রাচীন রাস উৎসবের সূচনা করেন। রাস উৎসব দেবোত্তর পরিচালিত হলেও, মূল দায়িত্বে রয়েছে কোচবিহার পুরসভা।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই রাস মেলার উদ্বোধন করে আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তবে এবারে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

Coochbehar Rasmela
কোচবিহার রাসমেলা

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শুধুমাত্র প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকায় শুরু হয়েছে বিতর্ক। যদিও বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথবাবু কোনও মন্তব্য করতে চাননি। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ জানান, "যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। তাই উদ্বোধক হিসেবে রামকৃষ্ণ মঠের মহারাজের নাম রাখা হয়েছে ।"

কোচবিহার, 11 নভেম্বর : কোচবিহার রাসমেলার উদ্বোধন করলেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধকের বদলে মেলার প্রধান অতিথি হিসেবে তিনি আমন্ত্রিত থাকায় তৈরি হয়েছে বিতর্ক । রাজনৈতিক মহলের অভিমত, তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরোধিতার কারণেই উদ্বোধক হিসাবে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি।

Coochbehar Rasmela
কোচবিহার রাসমেলা আমন্ত্রণপত্র

সোমবারে কোচবিহার মদনমোহন বাড়িতে দেবোত্তর ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, রাসচক্র ঘুরিয়ে 207 বছরের প্রাচীন রাস উৎসবের সূচনা করেন। রাস উৎসব দেবোত্তর পরিচালিত হলেও, মূল দায়িত্বে রয়েছে কোচবিহার পুরসভা।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই রাস মেলার উদ্বোধন করে আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তবে এবারে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

Coochbehar Rasmela
কোচবিহার রাসমেলা

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শুধুমাত্র প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকায় শুরু হয়েছে বিতর্ক। যদিও বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথবাবু কোনও মন্তব্য করতে চাননি। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ জানান, "যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। তাই উদ্বোধক হিসেবে রামকৃষ্ণ মঠের মহারাজের নাম রাখা হয়েছে ।"

Intro:কোচবিহার: সোমবার রাতে উদ্বোধন হবে কোচবিহার রাসমেলার। আর দীর্ঘদিন পর এবার সেই রাসমেলার উদ্বোধন করছেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাকে প্রধান অতিথির জায়গায় রেখেছেন তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও রাজনৈতিক মহলের অভিমত তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষন সিংহের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর মধ্যে বিরোধ রয়েছে। আর সেই বিরোধের কারনেই উদ্বোধক হিসাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে রাখা হয়নি। পাশাপাশি রাসমেলার আমন্ত্রনপত্রে অতিথিদের তালিকায় জেলার একমাত্র বাম বিধায়কের নাম থাকলেও নাম নেই কোচবিহার এর বিজেপি সাংসদ এর।

সোমবার রাত সাড়ে নটায় কোচবিহার মদনমোহন বাড়িতে দেবত্র ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান রাসচক্র ঘুরিয়ে ২০৭ বছরের প্রাচীন রাস উতসবের সূচনা করবেন। এর পাশাপাশি শুরু হবে মেলা। রাস উৎসব দেবত্র পরিচালিত হলেও পরিচালনার দায়িত্বে রয়েছে কোচবিহার পুরসভা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই রাস মেলার উদ্বোধন করে আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘদিন ধরে তিনি উদ্বোধন করে আসলেও এবারে উদ্বোধক এর তালিকায় রাখা হয়েছে কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষন সিংহ জানান, যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। তাই রামকৃষ্ণ মঠের মহারাজকে রাখা হয়েছে। পাশাপাশি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় কোচবিহারের একমাত্র বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম থাকলেও কোচবিহারের একমাত্র বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নাম নেই। এবিষয়ে বিজেপি সাংসদ অবশ্য বলেন, তৃণমূলে এধরণের সংস্কৃতি চলে। তাই এ নিয়ে কিছু বলার নেই।।# Body:wb_crb_02_rashmela opening contro_pic_1_7205341Conclusion:wb_crb_02_rashmela opening contro_pic_1_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.