ETV Bharat / state

কোরোনার জেরে মদনমোহন বাড়িতে সব অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

author img

By

Published : Apr 29, 2020, 2:07 PM IST

কোরোনার জেরে কোচবিহার মদনমোহন বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন ও উপনয়নের সমস্ত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করল দেবোত্তর ট্রাস্ট বোর্ড । আগামী 5 মে পর্যন্ত মন্দিরে এই বিধি-নিষেধ জারি থাকবে ।

ছবি
ছবি

কোচবিহার, 29 এপ্রিল : কোরোনার জেরে কোচবিহার মদনমোহন বাড়িতে বিয়ে, অন্নপ্রাশনের সমস্ত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করল দেবোত্তর ট্রাস্ট বোর্ড । 5 মে পর্যন্ত মন্দিরে এই বিধি-নিষেধ জারি থাকবে । কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল জানিয়েছেন, মন্দিরে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলা এবং জেলার বাইরে থাকা দেবোত্তর ট্রাস্টের 22 টি মন্দিরেও এই বিধি-নিষেধ জারি থাকবে।


1890 সালে কোচবিহারের মদনমোহন মন্দির তৈরি হওয়ার পর থেকে যে কোনও শুভ অনুষ্ঠানেই এই মন্দিরে ভিড় হয় । বিয়ে, অন্নপ্রাশন কিংবা উপনয়নের মতো সামাজিক অনুষ্ঠানের দিনেও মদনমোহন মন্দিরে হয় প্রচুর জমায়েত । সামনে বেশ কয়েকটি বিয়ে ও অন্নপ্রাশনের তারিখ রয়েছে । এছাড়া মে মাসের 3 তারিখে উপনয়নের তারিখ রয়েছে । তাই মন্দিরে যাতে ওইসব দিনে ভিড় না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কোচবিহার মদনমোহন বাড়ির পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, " 27 এপ্রিল অন্নপ্রাশনের তারিখ ছিল । ওইদিন অনেকে এসেছিলেন ছোটো ছোটো শিশুদের নিয়ে । সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে । আর যাতে কাউকে ফিরতে না হয় সেজন্যই আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ।

কোচবিহার, 29 এপ্রিল : কোরোনার জেরে কোচবিহার মদনমোহন বাড়িতে বিয়ে, অন্নপ্রাশনের সমস্ত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করল দেবোত্তর ট্রাস্ট বোর্ড । 5 মে পর্যন্ত মন্দিরে এই বিধি-নিষেধ জারি থাকবে । কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল জানিয়েছেন, মন্দিরে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলা এবং জেলার বাইরে থাকা দেবোত্তর ট্রাস্টের 22 টি মন্দিরেও এই বিধি-নিষেধ জারি থাকবে।


1890 সালে কোচবিহারের মদনমোহন মন্দির তৈরি হওয়ার পর থেকে যে কোনও শুভ অনুষ্ঠানেই এই মন্দিরে ভিড় হয় । বিয়ে, অন্নপ্রাশন কিংবা উপনয়নের মতো সামাজিক অনুষ্ঠানের দিনেও মদনমোহন মন্দিরে হয় প্রচুর জমায়েত । সামনে বেশ কয়েকটি বিয়ে ও অন্নপ্রাশনের তারিখ রয়েছে । এছাড়া মে মাসের 3 তারিখে উপনয়নের তারিখ রয়েছে । তাই মন্দিরে যাতে ওইসব দিনে ভিড় না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কোচবিহার মদনমোহন বাড়ির পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, " 27 এপ্রিল অন্নপ্রাশনের তারিখ ছিল । ওইদিন অনেকে এসেছিলেন ছোটো ছোটো শিশুদের নিয়ে । সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে । আর যাতে কাউকে ফিরতে না হয় সেজন্যই আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.