ETV Bharat / state

কোচবিহারে ফের বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী নিশীথ - mp

সংসদে শপথ নিয়ে জেলায় ফিরেই কোচবিহারে নিয়মিত বিমান পরিষেবা চালু করতে উদ্যোগ নিলেন নিশীথ প্রামাণিক । গতকাল বিমানবন্দর পরিদর্শনে যান তিনি । আশ্বাস দেন, কিছু দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পরিষেবা চালু হবে ।

নিশীথ প্রামাণিক
author img

By

Published : Jun 24, 2019, 12:54 PM IST

Updated : Jun 24, 2019, 1:00 PM IST

কোচবিহার, 24 জুন : কোচবিহারে নিয়মিত বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হলেন কোচবিহার কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিক । গতকাল বিমানবন্দর পরিদর্শনে যান তিনি ।

coochbehar, nishith pramanik
কোচবিহারে ফের বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী সাংসদ নিশীথ প্রামাণিক

কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল সেই রাজ আমল থেকে । কিন্তু 90-এর দশকে কোচবিহার ও দমদমের মধ্যে নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায় । এরপর নানা সময় এই পরিষেবা পুনরায় চালু করার জন্য উদ্যোগ নেয় কেন্দ্র ও রাজ্য সরকার । বিমানবন্দরের সংস্কারের কাজও করা হয় । কিন্তু বিমান চালাচল শুরু হলেও অল্প দিনের মধ্যেই তা ফের বন্ধ হয়ে যায় । কোচবিহারে বিমান পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছেন নিশীথ । গতকাল এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি । ইতিমধ্যেই এই বিমানবন্দরের পুরোনো ফাইল ওপেন করা হয়েছে বলে জানিয়েছেন AAI(এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়া)-র কোচবিহারের আধিকারিক বিপ্লবকুমার মণ্ডল । তিনি অবশ্য জানান, "কোচবিহার বিমানবন্দরে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে । ছোটো বিমান চলাচলের জন্য পর্যাপ্ত রানওয়ে থাকলেও বড় বিমান চলাচলে সমস্যা রয়েছে । " তবে, তিনি জানান, ফের এই বিমানবন্দর থেকে পরিষেবা চালু হবে । বর্তমানে এই বিমানবন্দরে 1069 মিটার রানওয়ে রয়েছে । কিন্তু বড় বিমান চলাচলের ক্ষেত্রে এই রানওয়েটি আরও 130 মিটার বাড়াতে হবে ।

coochbehar, nishith pramanik
কোচবিহারে ফের বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী সাংসদ নিশীথ প্রামাণিক

নিশীথ বলেন, "এতদিন রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বন্ধ রয়েছে উড়ান পরিষেবা । কেন্দ্রীয় সরকার এই পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে । কোচবিহারে বিমান পরিষেবা ফের শুরু হবে । তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ।"

কোচবিহার, 24 জুন : কোচবিহারে নিয়মিত বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হলেন কোচবিহার কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিক । গতকাল বিমানবন্দর পরিদর্শনে যান তিনি ।

coochbehar, nishith pramanik
কোচবিহারে ফের বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী সাংসদ নিশীথ প্রামাণিক

কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল সেই রাজ আমল থেকে । কিন্তু 90-এর দশকে কোচবিহার ও দমদমের মধ্যে নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায় । এরপর নানা সময় এই পরিষেবা পুনরায় চালু করার জন্য উদ্যোগ নেয় কেন্দ্র ও রাজ্য সরকার । বিমানবন্দরের সংস্কারের কাজও করা হয় । কিন্তু বিমান চালাচল শুরু হলেও অল্প দিনের মধ্যেই তা ফের বন্ধ হয়ে যায় । কোচবিহারে বিমান পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছেন নিশীথ । গতকাল এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি । ইতিমধ্যেই এই বিমানবন্দরের পুরোনো ফাইল ওপেন করা হয়েছে বলে জানিয়েছেন AAI(এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়া)-র কোচবিহারের আধিকারিক বিপ্লবকুমার মণ্ডল । তিনি অবশ্য জানান, "কোচবিহার বিমানবন্দরে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে । ছোটো বিমান চলাচলের জন্য পর্যাপ্ত রানওয়ে থাকলেও বড় বিমান চলাচলে সমস্যা রয়েছে । " তবে, তিনি জানান, ফের এই বিমানবন্দর থেকে পরিষেবা চালু হবে । বর্তমানে এই বিমানবন্দরে 1069 মিটার রানওয়ে রয়েছে । কিন্তু বড় বিমান চলাচলের ক্ষেত্রে এই রানওয়েটি আরও 130 মিটার বাড়াতে হবে ।

coochbehar, nishith pramanik
কোচবিহারে ফের বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী সাংসদ নিশীথ প্রামাণিক

নিশীথ বলেন, "এতদিন রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বন্ধ রয়েছে উড়ান পরিষেবা । কেন্দ্রীয় সরকার এই পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে । কোচবিহারে বিমান পরিষেবা ফের শুরু হবে । তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ।"

Intro:কোচবিহারে বিমানঘাঁটি থাকলেও বন্ধ পরিষেবা চালু করতে দৌড় নিশীথের ৷


কোচবিহার :২৩জুন :

লোকসভা থেকে শপদ নিয়ে ফিরেই কোচবিহারের বিমান পরিষেবাকে নিয়মিত করতে উদ্যোগী হলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিক। রবিবার এই বিমান বন্দর এলাকা পরিদর্শন করেন তিনি৷ কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল রাজ আমল থেকেই।কিন্তূ ,,৯০এর দশকে কোচবিহার থেকে দমদম নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরে নানা সময়ে এই পরিষেবা চালুর উদ্যোগ নেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিমান বন্দর সংস্কারও করা হয়েছিল । বিমান চলাচল কয়েকবার করলেও তা বন্ধ হয়ে যায় ।কোচবিহারে এই বিমান পরিষেবা যাতে পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছেন সাংসদ নিশীথ প্রামাণিক।আজ বিমান বন্দর পরিদর্শন সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ ইতিমধ্যেই এই বিমান বন্দরের পুরানো ফাইল ওপেন হয়েছে এমনটা জানিয়েছেন এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়ার কোচবিহারের আধিকারিক বিপ্লব কুমার মন্ডল। তিনি অবশ্য জানান “কোচবিহার বিমান বন্দরে পরিকাঠামোগত সমস্যা আছে , তা ছোট বিমান চলাচলের পক্ষে যথেষ্ট।তবে ,তিনি জানান ফের এই বিমান বন্দর থেকে পরিষেবা চালু হবে। বর্তমানে এই বিমান বন্দরে ১০৬৯ মিটার রানওয়ে রয়েছে কিন্তু বড় বিমান চলাচলের ক্ষেত্রে এই রানওয়ে ১৩০ মিটার বৃদ্ধি হওয়া প্রয়োজন।”

বিমান বন্দর পরিদর্শন করেই আশার কথা শোনালেন নিশীথ । সাংসদ নিশীথ প্রামানিক জানান “এতদিন রাজ্যে সরকারের অসহযোগিতায় বন্ধ হয়ে আছে উড়ান পরিষেবা । কেন্দ্রীয় সরকার এই পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে। তিনি জানান কোচবিহারে বিমান পরিষেবা ফের শুরু হবে কিছুদিন অপেক্ষা করতে হবে ।”Body:COB Conclusion:
Last Updated : Jun 24, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.