কোচবিহার, 18 জুন: "বাংলায় সংবিধান ভূলুন্ঠিত হচ্ছে। রাজনৈতিক ভাবে না-পেরে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে ।" পাশাপাশি যেভাবে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে তার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেফতার করা উচিত বলেও দাবি করলেন নিশীথ প্রামাণিক । রবিবার দুপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । বিজেপি কর্মীর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন ৷ তারপরেই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি ৷
জানা গিয়েছে, টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস শনিবার রাতে খাওয়ার পর বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন । সে সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা খুন করা হয় বলে অভিযোগ । রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ।
মৃতের বাবা নরেন দাসের অভিযোগ, রাতে খাওয়ার পর বাড়ির বাইরে ছিল । তখনই একদল দুষ্কৃতী তাকে ধাওয়া করে । প্রাণ বাঁচাতে পাটক্ষেতের দিয়ে ছুটে যাওয়ার সময় পড়ে যায় ওই বিজেপি কর্মী । এরপর ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ মৃতের বাবার । এদিকে বিজেপি কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান ৷
আরও পড়ুন: দিনহাটায় নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে তির, রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি'র
এ প্রসঙ্গেই মৃত বিজেপি কর্মীর দাদা চিত্ত দাস বলেন, "আগে আমরা তৃণমূল করতাম । এখন বিজেপি করি । আমার ভাইয়ের বউ এবারে বিজেপির প্রার্থী হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল । শনিবার রাতে ভাই বাড়ির বাইরে বেরোলে ধাওয়া করে দুষ্কৃতীরা । দৌড়াতে গিয়ে পাটখেতে পড়ে গেলে কুপিয়ে খুন করা হয় ভাইকে ।"
প্রসঙ্গত, শনিবারই দিনহাটায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বিডিও অফিসের 100 মিটারের মধ্যে তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ৷ শসাকদলের মন্ত্রী উদয়ন গুহর আশ্রিত গুন্ডাবাহিনী তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷