ETV Bharat / state

Nisith Pramanik on Cooch Behar Airport: কোচবিহার বিমানবন্দর চালু হওয়ার পিছনে রাজ্যের অবদান অস্বীকার করার নয়: নিশীথ - কোচবিহার বিমানবন্দর নিয়ে নিশীথ প্রামাণিকের বক্তব্য

আজ থেকে শুরু হচ্ছে কোচবিহার টু কলকাতা বিমান পরিষেবা ৷ তার আগে এই বিমানবন্দর পরিষেবার সূচনায় কেন্দ্রের পাশাপাশি রাজ্যের অবদানের কথা স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)৷

ETV Bharat
নিশীথ প্রামাণিক
author img

By

Published : Feb 21, 2023, 8:06 AM IST

কোচবিহারে বিমানবন্দর চালু নিয়ে নিশীথ প্রামাণিকের বক্তব্য

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: আজ মঙ্গলবার থেকে চালু হতে চলেছে কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা । আর সেই বিমানবন্দর চালু হওয়ার পিছনে কেন্দ্রের পাশাপাশি যে রাজ্যের অবদান রয়েছে তা পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik Acknowledges the contribution of State behind the Launch of Cooch Behar Air Service)। সোমবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি একথা জানান । এরপর সেখান থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন । তবে এদিন বিএসএফ ইস্যুতে তার বাড়ি ঘেরাও নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নেন । পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষেও সওয়াল তোলেন নিশীথ ।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএফএফ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, "কোনও কাজ করার পরে অনেকের পছন্দ নাও হতে পারে । তার জন্য কার্যালয় ঘেরাও করা যায় । কিন্তু বাড়ি ঘেরাও করাটা দুর্ভাগ্যজনক । আসলে দিদি-ভাইপোর রাজনীতি চলছে রাজ্যে । একজন অপরিপক্ককে দিয়ে রাজনীতি করানো হচ্ছে । তবে এর পালটা কী করা হবে সেটা দল ঠিক করবে ।"

পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যে চলা আন্দোলন নিয়ে তাঁর বক্তব্য, "মানুষের যেটা অধিকার সেই অধিকার দেওয়া উচিত । তাদের যেটা প্রাপ্য সেটা অবশ্যই দেওয়া উচিত ।" এরপরই কলকাতা থেকে হাসিমারা পর্যন্ত শুরু হতে চলা বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানন্ত্রীর স্বপ্নের 'উড়ান প্রকল্প'-এর অধীনে কোচবিহারের এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার সাংবিধানিক পরিকাঠামোকে সম্মান দিয়ে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে । আশা করব তিনি উপস্থিত থাকবেন । তাতে কেন্দ্রীয় সরকারের ভালো লাগবে যে কেন্দ্রের উন্নয়নে তিনি সামিল হয়েছেন । তবে কোচবিহারে বিমানবন্দর চালুতে যে রাজ্য সরকারেরও অনেক অবদান রয়েছে সেটা অস্বীকার করার নেই । নিরাপত্তাও রাজ্যের বিশেষ টাস্ক ফোর্স দিয়ে থাকে । বাকি ভর্তুকি থেকে আর্থিক দিক সবটাই কেন্দ্রীয় সরকার করেছে ।

আরও পড়ুন : 999 টাকায় কলকাতা-কোচবিহার বিমান ? উড়ান চালুর আগেই শুরু রাজনীতির লড়াই !

কোচবিহারে বিমানবন্দর চালু নিয়ে নিশীথ প্রামাণিকের বক্তব্য

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: আজ মঙ্গলবার থেকে চালু হতে চলেছে কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা । আর সেই বিমানবন্দর চালু হওয়ার পিছনে কেন্দ্রের পাশাপাশি যে রাজ্যের অবদান রয়েছে তা পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik Acknowledges the contribution of State behind the Launch of Cooch Behar Air Service)। সোমবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি একথা জানান । এরপর সেখান থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন । তবে এদিন বিএসএফ ইস্যুতে তার বাড়ি ঘেরাও নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নেন । পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষেও সওয়াল তোলেন নিশীথ ।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএফএফ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, "কোনও কাজ করার পরে অনেকের পছন্দ নাও হতে পারে । তার জন্য কার্যালয় ঘেরাও করা যায় । কিন্তু বাড়ি ঘেরাও করাটা দুর্ভাগ্যজনক । আসলে দিদি-ভাইপোর রাজনীতি চলছে রাজ্যে । একজন অপরিপক্ককে দিয়ে রাজনীতি করানো হচ্ছে । তবে এর পালটা কী করা হবে সেটা দল ঠিক করবে ।"

পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যে চলা আন্দোলন নিয়ে তাঁর বক্তব্য, "মানুষের যেটা অধিকার সেই অধিকার দেওয়া উচিত । তাদের যেটা প্রাপ্য সেটা অবশ্যই দেওয়া উচিত ।" এরপরই কলকাতা থেকে হাসিমারা পর্যন্ত শুরু হতে চলা বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানন্ত্রীর স্বপ্নের 'উড়ান প্রকল্প'-এর অধীনে কোচবিহারের এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার সাংবিধানিক পরিকাঠামোকে সম্মান দিয়ে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে । আশা করব তিনি উপস্থিত থাকবেন । তাতে কেন্দ্রীয় সরকারের ভালো লাগবে যে কেন্দ্রের উন্নয়নে তিনি সামিল হয়েছেন । তবে কোচবিহারে বিমানবন্দর চালুতে যে রাজ্য সরকারেরও অনেক অবদান রয়েছে সেটা অস্বীকার করার নেই । নিরাপত্তাও রাজ্যের বিশেষ টাস্ক ফোর্স দিয়ে থাকে । বাকি ভর্তুকি থেকে আর্থিক দিক সবটাই কেন্দ্রীয় সরকার করেছে ।

আরও পড়ুন : 999 টাকায় কলকাতা-কোচবিহার বিমান ? উড়ান চালুর আগেই শুরু রাজনীতির লড়াই !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.