ETV Bharat / state

Arpita Murder Case: সামসেরের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাতেই মেয়েকে খুন, দাবি অর্পিতার মায়ের - murder case in cooch behar

অর্পিতা খুনে নয়া মোড় ৷ মেয়ের সঙ্গে সামসের সম্পর্ক ধরা পড়ে যাওয়ায় খুন অর্পিতাকে ৷ দাবি অভিযুক্ত দুর্গা মল্লিকের (New Twist in Arpita Murder Case) ৷

Mother Extramarital Affair Update
গ্রেফতার অর্পিতার মা দুর্গা মল্লিক
author img

By

Published : Mar 17, 2023, 12:50 PM IST

কোচবিহার, 17 মার্চ: অর্পিতা খুনে চাঞ্চল্যকর তথ্য (Extremital Affair Case) ৷ বৃহস্পতিবার অর্পিতার মা দাবি করেন, সামসের আলমের সঙ্গে তাঁর নয়, মেয়ে অর্পিতারই সম্পর্ক ছিল । সোমবার বিকেলে বাড়ির রান্নাঘরের সামনে সামসের এবং মেয়ে অর্পিতাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান । তাঁর দাবি, এরপর নিজেকে সামলাতে না-পেরেই তিনি মেয়েকে মেরে ফেলেছেন ।
কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় নিজের মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল মায়ের বিরূদ্ধে । অভিযোগ দায়ের করেছিলেন মৃত অর্পিতার কাকা বিমল মল্লিক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই, মেয়ে অর্পিতা মল্লিককে পিটিয়ে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা দুর্গা মল্লিক এবং মামা গোপাল বিশ্বাসকে বুধবার রাতে গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার তাদের দু’জনকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে । দুর্গাকে 3 দিনের পুলিশ হেফজত এবং গোপালকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন: ইডিকে টাকা ফেরত দিলেন বনি-সোমা, কুন্তলের 10 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

পরিবার সূত্রে খবর, আলিপুর মাাদরিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলম অর্পিতাদের বাড়িতে ভাড়া থাকত ৷ মাঝে মাঝে তাদের টাকা দিয়েও সাহায্য করত সে ৷ এই সুযোগেই তাঁর সঙ্গে দুর্গা মল্লিকের (মৃত অর্পিতার মা) বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ সেই সম্পর্কের কথা সম্প্রতি জেনে ফেলেছিলেন মেয়ে অর্পিতা মল্লিক ৷ তাতেই বিপত্তি ৷ তদন্তকারীদের অনুমান, মায়ের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জেনে ফেলায় অর্পিতাকে খুনের ছক করেন প্রেমিক সামসের আলমের সঙ্গে ৷ সোমবার বিকেলে বাড়ি ছিলেন না অর্পিতার বাবা বলরাম মল্লিক ৷ সেই সুযোগে মা দুর্গা মল্লিক ও সামসের আলম কাঠের বাটাম দিয়ে পিটিয়ে অর্পিতাতে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্তরা ৷ তদন্তে নেমেই অভিযুক্তদের গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ তবে এদিন দুর্গা মল্লিক তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ পাশাপাশি তাঁর মেয়ের সঙ্গে সামসেরের সম্পর্ক ছিল বলে দাবি করেন।

কোচবিহার, 17 মার্চ: অর্পিতা খুনে চাঞ্চল্যকর তথ্য (Extremital Affair Case) ৷ বৃহস্পতিবার অর্পিতার মা দাবি করেন, সামসের আলমের সঙ্গে তাঁর নয়, মেয়ে অর্পিতারই সম্পর্ক ছিল । সোমবার বিকেলে বাড়ির রান্নাঘরের সামনে সামসের এবং মেয়ে অর্পিতাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান । তাঁর দাবি, এরপর নিজেকে সামলাতে না-পেরেই তিনি মেয়েকে মেরে ফেলেছেন ।
কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় নিজের মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল মায়ের বিরূদ্ধে । অভিযোগ দায়ের করেছিলেন মৃত অর্পিতার কাকা বিমল মল্লিক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই, মেয়ে অর্পিতা মল্লিককে পিটিয়ে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা দুর্গা মল্লিক এবং মামা গোপাল বিশ্বাসকে বুধবার রাতে গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার তাদের দু’জনকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে । দুর্গাকে 3 দিনের পুলিশ হেফজত এবং গোপালকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন: ইডিকে টাকা ফেরত দিলেন বনি-সোমা, কুন্তলের 10 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

পরিবার সূত্রে খবর, আলিপুর মাাদরিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলম অর্পিতাদের বাড়িতে ভাড়া থাকত ৷ মাঝে মাঝে তাদের টাকা দিয়েও সাহায্য করত সে ৷ এই সুযোগেই তাঁর সঙ্গে দুর্গা মল্লিকের (মৃত অর্পিতার মা) বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ সেই সম্পর্কের কথা সম্প্রতি জেনে ফেলেছিলেন মেয়ে অর্পিতা মল্লিক ৷ তাতেই বিপত্তি ৷ তদন্তকারীদের অনুমান, মায়ের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জেনে ফেলায় অর্পিতাকে খুনের ছক করেন প্রেমিক সামসের আলমের সঙ্গে ৷ সোমবার বিকেলে বাড়ি ছিলেন না অর্পিতার বাবা বলরাম মল্লিক ৷ সেই সুযোগে মা দুর্গা মল্লিক ও সামসের আলম কাঠের বাটাম দিয়ে পিটিয়ে অর্পিতাতে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্তরা ৷ তদন্তে নেমেই অভিযুক্তদের গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ তবে এদিন দুর্গা মল্লিক তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ পাশাপাশি তাঁর মেয়ের সঙ্গে সামসেরের সম্পর্ক ছিল বলে দাবি করেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.