কোচবিহার, 6 নভেম্বর: সরকারি হাসপাতালের শয্যা ভেঙে আহত সদ্যজাত শিশুকন্যা । চোট লেগেছে মায়েরও। ঘটনাটি শনিবার ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (SDO is investigating over the matter)। ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে । অভিযোগ প্রতিবাদ করলে চুমকি দাস নামে ওই মহিলার স্বামী বিপ্লব দাসের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা । গোটা ঘটনায় ফানগঞ্জের মহকুমা শাসককের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ।
আরও পড়ুন: কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন
বিপ্লব বলেন, "গত 1 নভেম্বর আমি আমার স্ত্রী চুমকি দাসকে প্রসব যন্ত্রণার কারণে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করাই। গত 2 নভেম্বর চিকিৎসকের পরামর্শে বেলা বারোটা নাগাদ আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করে । শনিবার আমার তিনদিনের কন্যা সন্তান সহ স্ত্রী বেড ভেঙে পড়ে যায়।" তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ মৃনাল কান্তি অধিকারীর দাবি, অতিরিক্ত ভারের কারণে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি মহকুমা শাসক বাপ্পা গোস্বামী জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন । প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ নেবেন।