কোচবিহার, 20 অক্টোবর : প্রাকৃতিক দুর্যোগে কালিম্পং ও সিকিমের একাধিক জায়গায় ধস (Darjeeling Landslide) নেমে বহু পর্যটক আটকে পড়েছেন । অনেকে আবার দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য শিলিগুড়িতে পৌঁছেও রাস্তা বন্ধ থাকায় শিলিগুড়িতেই আটকে রয়েছেন । সেই পর্যটকদের এ বার কলকাতায় ফেরাতে অতিরিক্ত বাস (Bus Service) চালাচ্ছে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা এনবিএসটিসি (NBSTC)। বুধবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বহু পর্যটক শিলিগুড়িতে আটকে রয়েছেন । তাঁরা যদি কলকাতা ফিরতে চান, সে ক্ষেত্রে তাঁদের জন্য অতিরিক্ত বাস চালানো হবে ।
পুজোর সময় থেকেই পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে । দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছেন । এ দিকে একাধিক জায়গায় ধস নেমে রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক । অনেকে আবার বিভিন্ন হোটেল, হোম-স্টেতেই আটকে পড়েছেন । এ ছাড়াও বহু পর্যটক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছেছেন, যাঁদের কালিম্পং, শিলিগুড়ি কিংবা দার্জিলিঙে যাওয়ার কথা । কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে তাঁরা সেখানে যেতে না পারায় শিলিগুড়িতেই আটকে পড়েছেন তাঁরা ।
আরও পড়ুন: Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়
সেইসব পর্যটকরা যদি কলকাতায় ফিরে যেতে চান, তাহলে তাঁদের জন্য অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি । সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত তিনটি বাস চলাচল করে । যদি আরও যাত্রী হয়, সে ক্ষেত্রে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত আরও বাস চালানো হবে ।
সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বহু মানুষ শিলিগুড়িতে আটকে পড়েছেন । তাঁরা যদি ফিরে যেতে চান তাহলে তাঁদের তেনজিং নোরগে বাস টার্মিনাসে যোগাযোগ করতে বলা হচ্ছে । আটকে থাকা পর্যটকদের কলকাতা ফেরাতে অতিরিক্ত বাস চালানো হবে ।
আরও পড়ুন: Jalpaiguri Rain : তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ি, জারি সতর্কতা