ETV Bharat / state

ধূপগুড়িতে দুর্ঘটনায় শিক্ষা, বাসের ফিটনেস ও গতি নিয়ন্ত্রণে জোর - বাসের ফিটনেস

ধূপগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় 14 জনের মৃত্য়ুর পর নিরাপত্তা ব্য়বস্থা নিয়ে এবার কড়াকড়ি করছে এনবিএসটিসি ৷ বাসের ফিটনেস চেকিং, গতি সহ একাধিক বিষয়ে এবার নজরদারি চালাতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ৷ সব বাসের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে সংস্থার তরফে।

nbstc takes stand on to control the speed of their buses
ধূপগুড়িতে দুর্ঘটনায় শিক্ষা, বাসের ফিটনেস ও গতি নিয়ন্ত্রণে জোর এনবিএসটিসি’র
author img

By

Published : Jan 28, 2021, 6:19 PM IST

কোচবিহার, 28 জানুয়ারি : ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার পর বাস চালানোর ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে পরিবহন সংস্থা এনবিএসটিসি। গাড়ির ফিটনেস চেকিংয়ের পাশাপাশি, গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে । পাশাপাশি চালকেরা যাতে গাড়ি চালানোর সময় কোনওভাবেই মোবাইল ব্যবহার না করে, সেই দিকেও জোর দেওয়া হচ্ছে। পরিবহন সংস্থা এনবিএসটিসি’র চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার পর এনবিএসটিসি’র প্রতিটি বাস চালানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্য়বস্থা নেওয়া হচ্ছে। গাড়ির গতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন : ঘন কুয়াশায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ভাতারে, আহত 20

গত সপ্তাহে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো দ্রুত গতিতে চলছিল। পাশাপাশি ডাম্পারের ফিটনেসের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পর নড়েচড়ে বসে পরিবহন সংস্থা এনবিএসটিসি। সংস্থার গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। কোনওভাবেই দূরপাল্লার বাসের গতি যাতে ঘন্টায় 50 কিলোমিটারের উপর না যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে চালকদের। এছাড়া সব বাসের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। বাস চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনবিএসটিসি’র কোচবিহার ডিভিশনের এক আধিকারিক জানান, কুয়াশার কারনে এমনিতেই দৃশ্যমানতা কম থাকে । এতে গাড়ির গতি বেশি থাকলে দুর্ঘটনার সম্ভবনা থাকে। তাই গতি নিয়ন্ত্রণে বেশি করে জোর দেওয়া হচ্ছে।

কোচবিহার, 28 জানুয়ারি : ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার পর বাস চালানোর ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে পরিবহন সংস্থা এনবিএসটিসি। গাড়ির ফিটনেস চেকিংয়ের পাশাপাশি, গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে । পাশাপাশি চালকেরা যাতে গাড়ি চালানোর সময় কোনওভাবেই মোবাইল ব্যবহার না করে, সেই দিকেও জোর দেওয়া হচ্ছে। পরিবহন সংস্থা এনবিএসটিসি’র চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার পর এনবিএসটিসি’র প্রতিটি বাস চালানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্য়বস্থা নেওয়া হচ্ছে। গাড়ির গতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন : ঘন কুয়াশায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ভাতারে, আহত 20

গত সপ্তাহে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো দ্রুত গতিতে চলছিল। পাশাপাশি ডাম্পারের ফিটনেসের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পর নড়েচড়ে বসে পরিবহন সংস্থা এনবিএসটিসি। সংস্থার গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। কোনওভাবেই দূরপাল্লার বাসের গতি যাতে ঘন্টায় 50 কিলোমিটারের উপর না যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে চালকদের। এছাড়া সব বাসের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। বাস চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনবিএসটিসি’র কোচবিহার ডিভিশনের এক আধিকারিক জানান, কুয়াশার কারনে এমনিতেই দৃশ্যমানতা কম থাকে । এতে গাড়ির গতি বেশি থাকলে দুর্ঘটনার সম্ভবনা থাকে। তাই গতি নিয়ন্ত্রণে বেশি করে জোর দেওয়া হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.