ETV Bharat / state

NBSTC : নিগমের সমস্ত বাসেই থাকবে ইলেকট্রনিক টিকেটিং মেশিন

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সমস্ত বাসে বসানো হচ্ছে ইলেকট্রনিক টিকেটিং মেশিন ৷ পুজোর আগেই নিগমের সবক’টি বাসে এই ব্যবস্থা চালু হয়ে যাবে ৷ পাশাপাশি, বাসগুলিতে ‘ভেহিকেল ট্র‍্যাকিং সিস্টেম’ (VTS) চালু করারও পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ ৷

NBSTC resuming electronic ticketing machine for all buses
NBSTC : নিগমের সমস্ত বাসেই থাকবে ইলেকট্রনিক টিকেটিং মেশিন
author img

By

Published : Sep 2, 2021, 5:39 PM IST

কোচবিহার, 2 সেপ্টেম্বর : সমস্ত বাসে সামগ্রিকভাবে ইলেকট্রনিক টিকেটিং মেশিনের (ETM) ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) ৷ সূত্রের খবর, আগামী দিনে নিগমের সব বাসেই এই মেশিন থাকবে ৷ পুজোর আগেই এই যন্ত্রগুলি নিগমের সমস্ত বাস কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি, বিভিন্ন ডিপোতেও টিকিট কাটার জন্য ইটিএম রাখা হবে ৷ এর জন্য রাজ্যের পরিবহণ দফতর 52 লক্ষ টাকা বরাদ্দ করেছে ৷

আরও পড়ুন : NBSTC : পুজোর আগেই 60টি নতুন বাস নামাচ্ছে এনবিএসটিসি, জানালেন চেয়ারম্যান

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে এবং পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতেই সমস্ত বাসে ইটিএম চালু করা হচ্ছে ৷ খুব শীঘ্রই এই মেশিনগুলি কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হবে ৷’’ নিগম সূত্রে জানা গিয়েছে, রাজ আমলে গড়ে ওঠা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসগুলি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গ-সহ ভিনরাজ্যেও যাতায়াত করে ৷

বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের 750টি বাস বিভিন্ন রুটে চলাচল করে ৷ এরমধ্যে প্রায় 300টি বাসে ইতিমধ্যেই ইটিএম সরবরাহ করা হয়েছে ৷ সেগুলি টিকিট কাটার কাজে ব্যবহারও করা হয় ৷ এর ফলে কোন রুটে কত টিকিট বিক্রি হচ্ছে, কোনটি লাভজনক রুট, এইসব তথ্য প্রধান কার্যালয়ে বসেই জেনে যাচ্ছেন নিগমের কর্তারা ৷ ইটিএম-এর সার্বিক ব্যবহার শুরু হলে সেই নজরদারি আরও সহজ করবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন : NBSTC : বন্ধ হওয়া লাভজনক রুটে বাস চালাবে এনবিএসটিসি, জানালেন চেয়্যারম্যান

সংস্থার কর্তারা জানান, এর আগে প্রায় 300টি ইটিএম কেনা হয়েছিল ৷ এবার আরও 600টি মেশিন কেনা হচ্ছে ৷ এর জন্য বরাদ্দ করা হয়েছে 52 লক্ষ টাকা ৷ এর পাশাপাশি, বাসে ‘ভেহিকেল ট্র‍্যাকিং সিস্টেম’ (VTS) চালু করারও পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ ৷ যাত্রাপথে কোন বাস কোথায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, বাসে কোনও অপরাধমূলক কাজকর্ম হচ্ছে কিনা, তা এই ভিটিএস-এর মাধ্যমে জানা যাবে ৷ নিগমের ম্য়ানেজিং ডিরেক্টর সুনীল আগরওয়ালা বলেন, ‘‘আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত বাসে ভিটিএস চালু করার পরিকল্পনা রয়েছে ৷’’

কোচবিহার, 2 সেপ্টেম্বর : সমস্ত বাসে সামগ্রিকভাবে ইলেকট্রনিক টিকেটিং মেশিনের (ETM) ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) ৷ সূত্রের খবর, আগামী দিনে নিগমের সব বাসেই এই মেশিন থাকবে ৷ পুজোর আগেই এই যন্ত্রগুলি নিগমের সমস্ত বাস কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি, বিভিন্ন ডিপোতেও টিকিট কাটার জন্য ইটিএম রাখা হবে ৷ এর জন্য রাজ্যের পরিবহণ দফতর 52 লক্ষ টাকা বরাদ্দ করেছে ৷

আরও পড়ুন : NBSTC : পুজোর আগেই 60টি নতুন বাস নামাচ্ছে এনবিএসটিসি, জানালেন চেয়ারম্যান

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে এবং পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতেই সমস্ত বাসে ইটিএম চালু করা হচ্ছে ৷ খুব শীঘ্রই এই মেশিনগুলি কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হবে ৷’’ নিগম সূত্রে জানা গিয়েছে, রাজ আমলে গড়ে ওঠা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসগুলি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গ-সহ ভিনরাজ্যেও যাতায়াত করে ৷

বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের 750টি বাস বিভিন্ন রুটে চলাচল করে ৷ এরমধ্যে প্রায় 300টি বাসে ইতিমধ্যেই ইটিএম সরবরাহ করা হয়েছে ৷ সেগুলি টিকিট কাটার কাজে ব্যবহারও করা হয় ৷ এর ফলে কোন রুটে কত টিকিট বিক্রি হচ্ছে, কোনটি লাভজনক রুট, এইসব তথ্য প্রধান কার্যালয়ে বসেই জেনে যাচ্ছেন নিগমের কর্তারা ৷ ইটিএম-এর সার্বিক ব্যবহার শুরু হলে সেই নজরদারি আরও সহজ করবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন : NBSTC : বন্ধ হওয়া লাভজনক রুটে বাস চালাবে এনবিএসটিসি, জানালেন চেয়্যারম্যান

সংস্থার কর্তারা জানান, এর আগে প্রায় 300টি ইটিএম কেনা হয়েছিল ৷ এবার আরও 600টি মেশিন কেনা হচ্ছে ৷ এর জন্য বরাদ্দ করা হয়েছে 52 লক্ষ টাকা ৷ এর পাশাপাশি, বাসে ‘ভেহিকেল ট্র‍্যাকিং সিস্টেম’ (VTS) চালু করারও পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ ৷ যাত্রাপথে কোন বাস কোথায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, বাসে কোনও অপরাধমূলক কাজকর্ম হচ্ছে কিনা, তা এই ভিটিএস-এর মাধ্যমে জানা যাবে ৷ নিগমের ম্য়ানেজিং ডিরেক্টর সুনীল আগরওয়ালা বলেন, ‘‘আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত বাসে ভিটিএস চালু করার পরিকল্পনা রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.