কোচবিহার, 9 ফেব্রুয়ারি : আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারে অমিত শাহের সভা থেকে নারায়ণী রেজিমেন্ট ঘোষণা হতে পারে। মঙ্গলবার কোচবিহারে এমনটা বললেন স্থানীয় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আশা করছি বৃহস্পতিবারের সভা থেকে নারায়ণী রেজিমেন্টের ঘোষণা হতে পারে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি।’’
কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী 14-16 ফেব্রুয়ারি কোচবিহারে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব অনুষ্ঠিত হবে। কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসে এই অনুষ্ঠানে হবে। এতদিন দেশের বিভিন্ন বড় বড় শহরে এই উৎসব অনুষ্ঠিত হত। এই প্রথমে কোচবিহারে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোচবিহারের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হবে।