ETV Bharat / state

পর্যটক টানতে কোচবিহার শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা প্রশাসনের - Coochbihar Municipality

ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটক এলেও কোচবিহারে সেভাবে পর্যটক আসে না। তাই পর্যটক টানতে কোচবিহার শহরকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শহরের তিনটি প্রবেশপথে ঢোকার মুখে খাগড়াবাড়ি, ঘুঘুমারি এবং বাবুর হাট এলাকায় একটি করে গেট তৈরি করা হবে।

Coochbihar Municipality wants decorate coochbihar town for tourism
পর্যটক টানতে কোচবিহার শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা প্রশাসনের
author img

By

Published : Jan 14, 2021, 2:22 PM IST

কোচবিহার, 14 জানুয়ারি : কোচবিহারে পর্যটক টানতে উদ্যোগী হল জেলা প্রশাসন । তাই শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে জানা গিয়েছে, শহরে ঢোকার তিনটি প্রবেশপথে গেট তৈরি করা হবে । শহরের 40টি ঐতিহ্যবাহী স্থানের সংস্কার করা হবে। এছাড়া নিকাশি ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, ‘‘রাজার শহর কোচবিহারকে সাজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

রাজা না থাকলেও কোচবিহার শহরে এখনও রাজ আমলের বহু ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোচবিহার শহরের কেশব রোডে বিশাল এলাকাজুড়ে রয়েছে রাজপ্রাসাদ। এছাড়া বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির, সাগরদিঘি, ব্রাহ্ম মন্দির, রানিবাগান সহ বহু ঐতিহ্যবাহী স্থান রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার শহরকে হেরিটেজ শহর গড়ার জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : শ্যালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটক এলেও কোচবিহারে সেভাবে পর্যটক আসে না। তাই পর্যটক টানতে কোচবিহার শহরকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শহরের তিনটি প্রবেশপথে ঢোকার মুখে খাগড়াবাড়ি, ঘুঘুমারি এবং বাবুর হাট এলাকায় একটি করে গেট তৈরি করা হবে। পাশাপাশি কোচবিহার শহরের 40টি স্থান সংস্কার করা হবে । কারণ বহু পুরনো হওয়ার ফলে ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে । সেগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হবে।

কোচবিহার, 14 জানুয়ারি : কোচবিহারে পর্যটক টানতে উদ্যোগী হল জেলা প্রশাসন । তাই শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে জানা গিয়েছে, শহরে ঢোকার তিনটি প্রবেশপথে গেট তৈরি করা হবে । শহরের 40টি ঐতিহ্যবাহী স্থানের সংস্কার করা হবে। এছাড়া নিকাশি ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, ‘‘রাজার শহর কোচবিহারকে সাজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

রাজা না থাকলেও কোচবিহার শহরে এখনও রাজ আমলের বহু ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোচবিহার শহরের কেশব রোডে বিশাল এলাকাজুড়ে রয়েছে রাজপ্রাসাদ। এছাড়া বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির, সাগরদিঘি, ব্রাহ্ম মন্দির, রানিবাগান সহ বহু ঐতিহ্যবাহী স্থান রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার শহরকে হেরিটেজ শহর গড়ার জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : শ্যালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটক এলেও কোচবিহারে সেভাবে পর্যটক আসে না। তাই পর্যটক টানতে কোচবিহার শহরকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শহরের তিনটি প্রবেশপথে ঢোকার মুখে খাগড়াবাড়ি, ঘুঘুমারি এবং বাবুর হাট এলাকায় একটি করে গেট তৈরি করা হবে। পাশাপাশি কোচবিহার শহরের 40টি স্থান সংস্কার করা হবে । কারণ বহু পুরনো হওয়ার ফলে ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে । সেগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.