ETV Bharat / state

কেন্দ্রের পাঠানো টাকার 75 শতাংশ যাচ্ছে কালীঘাটে : রাজু বন্দ্যোপাধ্যায় - বরাদ্দ টাকার 75 শতাংশ যাচ্ছে কালীঘাটে

কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা পাঠাচ্ছে, তার সিংহভাগই যাচ্ছে শাসকদলের দখলে ৷ গতকাল এমনই অভিযোগ করলেন বঙ্গ BJP সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ৷

Coochbehar
ফাইল ছবি
author img

By

Published : Feb 5, 2020, 5:31 AM IST

Updated : Feb 5, 2020, 8:00 AM IST

কোচবিহার, 5 ফেব্রুয়ারি : উদ্বাস্তু দরদি মুখ্যমন্ত্রী এখন উদ্বাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী হয়েছেন । গতকাল কোচবিহারের রামপুরে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । মুখ খোলেন CAA বিরোধী আন্দোলন নিয়েও ৷

রামপুরে গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি অভিযোগ করেন, "রাজ্যের উন্নয়নে কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে। এর 25 শতাংশ টাকা তৃনমূলী নেতাদের কাছে যাচ্ছে । বাকি 75 শতাংশ টাকা ওই কালীঘাটে যাচ্ছে। কেন্দ্র টাকা দেবে, আর তোমরা ফুর্তি করবে তা চলতে দেওয়া যাবে না ৷"

কেন্দ্রের পাঠানো টাকার সিংহভাগই যাচ্ছে কালীঘাটে, অভিযোগ BJP-র রাজ্য সম্পাদকের

গতকালের ওই সভা করার জন্য পুলিশের থেকে অনুমতি মেলেনি ৷ অনুমতি ছাড়াই চলে সভা ৷ পুলিশ অনুমতি না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন তিনি ৷

কোচবিহার, 5 ফেব্রুয়ারি : উদ্বাস্তু দরদি মুখ্যমন্ত্রী এখন উদ্বাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী হয়েছেন । গতকাল কোচবিহারের রামপুরে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । মুখ খোলেন CAA বিরোধী আন্দোলন নিয়েও ৷

রামপুরে গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি অভিযোগ করেন, "রাজ্যের উন্নয়নে কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে। এর 25 শতাংশ টাকা তৃনমূলী নেতাদের কাছে যাচ্ছে । বাকি 75 শতাংশ টাকা ওই কালীঘাটে যাচ্ছে। কেন্দ্র টাকা দেবে, আর তোমরা ফুর্তি করবে তা চলতে দেওয়া যাবে না ৷"

কেন্দ্রের পাঠানো টাকার সিংহভাগই যাচ্ছে কালীঘাটে, অভিযোগ BJP-র রাজ্য সম্পাদকের

গতকালের ওই সভা করার জন্য পুলিশের থেকে অনুমতি মেলেনি ৷ অনুমতি ছাড়াই চলে সভা ৷ পুলিশ অনুমতি না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন তিনি ৷

Intro:কোচবিহার ঃ উদ্বাস্তু দরদি মুখ্যমন্ত্রী এখন উদ্বাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী হয়েছেন। মঙ্গলবার কোচবিহারের রামপুরে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এদিন দুপুরে রামপুরে আসেন বিজেপি নেতা। পুলিশের অনুমতি না মেলায় এই শোভা হওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল তবুও অনুমতি ছাড়াই এদিন বিকেলে সভা শুরু হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নে কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে। এর ২৫ শতাংশ টাকা তৃনমূলী নেতাদের কাছে যাচ্ছে। বাকি ৭৫ শতাংশ ওই টাকা ওই কালীঘাটে যাচ্ছে। কেন্দ্র টাকা দেবে, আর তোমরা ফুর্তি করবে তা চলতে দেওয়া যাবে না বলে রাজু বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী আগে উদ্বাস্তুদের পক্ষে কথা বলতেন, এখন উদ্বাস্তু বিরোধী কথা বলছেন। কারণ রোহিঙ্গা প্রেম। এছাড়া তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর লুঙ্গিধারীরা যেভাবে তাণ্ডব চালিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদক বলেন, বিজেপি সভা করার জন্য পুলিশের অনুমতির দরকার নেই। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস সহ স্থানীয় নেতৃত্ব।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_03_raju_attack_mamata_7205341Conclusion:wb_crb_03_raju_attack_mamata_7205341
Last Updated : Feb 5, 2020, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.