ETV Bharat / state

WB Bypolls : "মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপর অত্যাচার করেছেন", দিনহাটায় উপনির্বাচনী প্রচারে মন্তব্য নিশীথের - মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারের দিনহাটায় আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ভোট পেতে সম্প্রতি দুর্গাপুজোয় ঘটা হিংসাকে হাতিয়ার করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷ সেখানকার মানুষকে হুঁশিয়ার করলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক রাজত্বকালে এমন দিন আসতে পারে ৷ তাই নিজেদের জীবনের স্বার্থে পদ্মফুলকে ভোট দিন দিনহাটার নাগরিকেরা ৷

দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক
দিনহাটায় প্রচারে নিশীথ প্রামাণিক
author img

By

Published : Oct 27, 2021, 9:35 AM IST

কোচবিহার, 27 অক্টোবর : "জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে আপনাদের ৷ কিন্তু পশ্চিমবঙ্গও একদিন এমন হয়ে যাবে না তো, যে এ রাজ্য ছেড়ে ভারতের অন্য় রাজ্যে গিয়ে থাকতে হল" ৷ উপনির্বাচনের প্রচারে বললেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ৷ মঙ্গলবার দিনহাটা পাঁচমাথার মোড়ে আয়োজিত পথসভায় দুর্গাপুজোয় বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ তুলে নিরাপত্তার দাবিতে পদ্মফুল প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । এদিন মন্ত্রীর পাশে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সহ-ভাপতি দিলীপ ঘোষ ও অন্য বিজেপি নেতৃত্বরা ৷

এদিন বিকেলে ভোট প্রচারে দিনহাটায় আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ । কোচবিহারে আশ্রয় নেওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নিশীথ প্রামাণিক বলেন, "বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছিল ৷ কিন্তু একদল দুষ্কৃতী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে ৷" এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তাকে নিশানা করে তিনি বলেন, "গোটা বিশ্বে কোথায় কী ঘটছে, তা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী টিপ্পনী করেন । অথচ তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের দুর্গাপুজোর সময় হিন্দুদের মন্দির পুড়িয়ে দেওয়া হল, মূর্তি ভাঙা হল ৷ তা নিয়ে তিনি কিংবা তাঁর ভাইপো কোনও মন্তব্য করলেন না ।" এ বিষয়ে তিনি তৃণমূল কংগ্রসের ভোটে জেতাকে কটাক্ষ করে বলেন, "বরাবরই দেখা যায় যে সংখ্যাগুরুদের ভোটে জিতে কেউ ক্ষমতায় আসেন । কিন্তু তৃণমূল এমন একটা দল, যারা সংখ্যালঘুদের ভোটে জিতে পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে ।"

আরও পড়ুন : Saayoni Ghosh: গোসাবায় প্রচারে গিয়ে খেলা হবে গানে নাচলেন সায়নী

এ প্রসঙ্গে বিজেপি নেতা উল্লেখ করেন, দিনহাটার বহু নাগরিক নিজেদের পরিবারের মান বাঁচাতে, জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গের এই অঞ্চলে এসে বসবাস করছেন ৷ ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন ৷ তিনি বলেন, "কোচবিহারের দিনহাটা থেকে বিভিন্ন অঞ্চলে আপনারা এসে আশ্রয় নিয়েছেন ৷" এরপর তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের অবস্থার তুলনা করে বলেন, "এমন একদিন আসবে না তো, পশ্চিমবাংলা থেকে চলে গিয়ে ভারতের অন্য রাজ্যে আপনাদের আশ্রয় নিতে হল ৷" এর কারণস্বরূপ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক রাজত্বকালের কথা জানান ৷ মন্ত্রী নিশীথ বলেন, "তখন আপনাদের বলতে হবে আমরা পশ্চিমবাংলায় একসময় ছিলাম ৷ বাংলা আমাদের জন্মভূমি ছিল ৷" তৃণমূল সুপ্রিমোকে বিজেপি নেতা "স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব" বলে আখ্যা দেন ৷ তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিশীথ জানান, শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন বলে সনাতনী, হিন্দুদের উপর অত্যাচার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই জন্য আমাদের বাংলা ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিতে হচ্ছে ৷"

ভরা পথসভায় কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক এলাকাবাসীকে সচেতন করে বলেন, "এমন কথা বলার সুযোগ আসবে না তো ? এটা মনে রাখতে হবে ৷" আর এই কথাকে মনে রেখে নিজেদের বাঁচাতে, নিজের রাষ্ট্রকে বাঁচাতে, রাষ্ট্রীয় একতাকে বাঁচাতে, নিজের ধর্ম, কর্ম বাঁচাতে, নিজের জীবন তথা মা-বোনেদের সম্মান বাঁচানোর জন্য দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে পদ্মফুল ছাপে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

কোচবিহার, 27 অক্টোবর : "জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে আপনাদের ৷ কিন্তু পশ্চিমবঙ্গও একদিন এমন হয়ে যাবে না তো, যে এ রাজ্য ছেড়ে ভারতের অন্য় রাজ্যে গিয়ে থাকতে হল" ৷ উপনির্বাচনের প্রচারে বললেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ৷ মঙ্গলবার দিনহাটা পাঁচমাথার মোড়ে আয়োজিত পথসভায় দুর্গাপুজোয় বাংলাদেশের হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ তুলে নিরাপত্তার দাবিতে পদ্মফুল প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । এদিন মন্ত্রীর পাশে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সহ-ভাপতি দিলীপ ঘোষ ও অন্য বিজেপি নেতৃত্বরা ৷

এদিন বিকেলে ভোট প্রচারে দিনহাটায় আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ । কোচবিহারে আশ্রয় নেওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নিশীথ প্রামাণিক বলেন, "বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছিল ৷ কিন্তু একদল দুষ্কৃতী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে ৷" এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তাকে নিশানা করে তিনি বলেন, "গোটা বিশ্বে কোথায় কী ঘটছে, তা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী টিপ্পনী করেন । অথচ তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের দুর্গাপুজোর সময় হিন্দুদের মন্দির পুড়িয়ে দেওয়া হল, মূর্তি ভাঙা হল ৷ তা নিয়ে তিনি কিংবা তাঁর ভাইপো কোনও মন্তব্য করলেন না ।" এ বিষয়ে তিনি তৃণমূল কংগ্রসের ভোটে জেতাকে কটাক্ষ করে বলেন, "বরাবরই দেখা যায় যে সংখ্যাগুরুদের ভোটে জিতে কেউ ক্ষমতায় আসেন । কিন্তু তৃণমূল এমন একটা দল, যারা সংখ্যালঘুদের ভোটে জিতে পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে ।"

আরও পড়ুন : Saayoni Ghosh: গোসাবায় প্রচারে গিয়ে খেলা হবে গানে নাচলেন সায়নী

এ প্রসঙ্গে বিজেপি নেতা উল্লেখ করেন, দিনহাটার বহু নাগরিক নিজেদের পরিবারের মান বাঁচাতে, জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গের এই অঞ্চলে এসে বসবাস করছেন ৷ ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন ৷ তিনি বলেন, "কোচবিহারের দিনহাটা থেকে বিভিন্ন অঞ্চলে আপনারা এসে আশ্রয় নিয়েছেন ৷" এরপর তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের অবস্থার তুলনা করে বলেন, "এমন একদিন আসবে না তো, পশ্চিমবাংলা থেকে চলে গিয়ে ভারতের অন্য রাজ্যে আপনাদের আশ্রয় নিতে হল ৷" এর কারণস্বরূপ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক রাজত্বকালের কথা জানান ৷ মন্ত্রী নিশীথ বলেন, "তখন আপনাদের বলতে হবে আমরা পশ্চিমবাংলায় একসময় ছিলাম ৷ বাংলা আমাদের জন্মভূমি ছিল ৷" তৃণমূল সুপ্রিমোকে বিজেপি নেতা "স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব" বলে আখ্যা দেন ৷ তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিশীথ জানান, শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন বলে সনাতনী, হিন্দুদের উপর অত্যাচার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই জন্য আমাদের বাংলা ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিতে হচ্ছে ৷"

ভরা পথসভায় কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক এলাকাবাসীকে সচেতন করে বলেন, "এমন কথা বলার সুযোগ আসবে না তো ? এটা মনে রাখতে হবে ৷" আর এই কথাকে মনে রেখে নিজেদের বাঁচাতে, নিজের রাষ্ট্রকে বাঁচাতে, রাষ্ট্রীয় একতাকে বাঁচাতে, নিজের ধর্ম, কর্ম বাঁচাতে, নিজের জীবন তথা মা-বোনেদের সম্মান বাঁচানোর জন্য দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে পদ্মফুল ছাপে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.